Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: shan_chydiu on June 18, 2014, 11:14:15 AM

Title: ঘরের নানা জিনিস ঝকঝকে রাখতে কিছু খাবারের অজানা ব্যবহার
Post by: shan_chydiu on June 18, 2014, 11:14:15 AM
ঘরটা একটু ঝকঝকে তকতকে রাখতে গৃহিণীদের চেষ্টার অন্ত নেই। ঘরের মেঝে থেকে শুরু করে আসবাবপত্রের ধুলোকনা পর্যন্ত সাফ করা চাই তাদের। কিন্তু সব সময় এতো ঝকঝকে করে রাখা সম্ভব হয়ে উঠে না বাড়িঘর। টাইলসের মেঝে, শখের জিনিসে মরিচা, কিংবা রান্নাঘরের তেল চিটচিটে কিছু জিনিস কখনোই একেবারে দূর করা সম্ভবপর হয়ে উঠে না। এইসকল ঝামেলা নিয়ে অনেক গৃহিণীকে বেশ চিন্তায় পড়তে দেখা যায়। কিন্তু এই সকল জিনিসেরও রয়েছে সহজ ছোট্ট সমাধান। আজকে চলুন তবে দেখে নেয়া যাক ঘরের নানা জিনিসপত্র সাফসুত্র রাখতে কিছু খাবারের অজানা ব্যবহার।
মরিচা দূর করতে কেচাপ
শখের ধাতব জিনিসের ওপর মরিচা পরে থাকলে তা দূর করতে ব্যবহার করুন কেচাপ। মরিচার ওপর খানিকটা কেচাপ নিয়ে ঘষে নিন। এরপর গরম পানি দিয়ে ধুয়ে মুছে দেহবেন মরিচা দূর হয়ে গেছে।
রূপার জিনিস পরিষ্কার করতে কলার খোসা
কলার খোসা সামান্য পানির সাথে ব্লেন্ড করে নিয়ে পেস্টের মতো তৈরি করে তা দিয়ে রূপার তৈরি জিনিসপত্র ঘষে নিন। পানি দিয়ে ধুয়ে মুছে দেখবেন নতুনের মতো চকচক করছে।
স্টিলের জিনিসপত্র ও দেয়ালের দাগ পরিষ্কার করতে শসা
শসা স্লাইস করে কেটে নিয়ে তা দিয়ে স্টিলের তৈরি বাসনপত্র, সিংক ঘষে দেখুন নতুনের মতো ঝকঝক করবে। দেয়ালের দাগ তুলতেও একই কাজ করুন।
জানালার গ্রিল পরিষ্কার করতে পেঁয়াজ
জানালার গ্রিলে ময়লা জমে একেবারে বিশ্রী লাগে দেখতে। তাই গ্রিল পরিস্কারের কাজে ব্যবহার করুন পেঁয়াজ। পেঁয়াজ মাঝামাঝি কেটে নিয়ে ওপরের দিকে একটি কাটা চামচে গেঁথে কাটা অংশ দিয়ে গ্রিল ঘষে নিন, পরিষ্কার হয়ে যাবে।
কাঠের জিনিস পরিষ্কার করতে ব্যবহৃত টী ব্যাগ ও চা পাতা
কাঠের জিনিস কিছু দিনের মধ্যেই মলিন হয়ে যায়। বার্নিশ নষ্ট হয়ে যায়। একে নতুন করে ঝকঝকে করতে ব্যবহৃত টী ব্যাগ দিয়ে ঘষুন। সামান্য সরিষার তেল টী ব্যাগে লাগিয়ে কিংবা ব্যবহৃত চা পাতায় সরিষার তেল দিয়ে একটি পাতলা কাপড়ে নিয়ে ঘষে পরিষ্কার করুন কাঠের জিনিস।
কপারের জিনিস পরিষ্কার করতে লেবুর রস
লেবুর রসের সাথে সামান্য বেকিং সোডা মিশিয়ে পেস্টের মতো তৈরি করে তা দিয়ে পরিষ্কার করুন কপারের তৈরি জিনিসপত্র। একেবারে নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে।
ঘরের টাইলসের মেঝে পরিষ্কার করতে ভিনেগার
সমান সমান পরিমাণে পানি ও ভিনেগার মিশিয়ে নিয়ে তা দিয়ে পরিষ্কার করুন টাইলসের মেঝে। দেখবেন সহজেই চকচকে হয়ে উঠেছে।
কাঁচের জিনিস পরিষ্কার করতে চাল পানি
কাঁচের বোতল বা গ্লাস পরিষ্কার করতে এতে অর্ধেকটা অংশ সামান্য গরম পানি দিয়ে কিছু চালের দানা দিয়ে মুখ বন্ধ করে ভালো করে ঝাকিয়ে নিন। এরপর সামান্য ঘষেই চকচকে করে ফেলতে পারবেন কাঁচের জিনিস।
Title: Re: ঘরের নানা জিনিস ঝকঝকে রাখতে কিছু খাবারের অজানা ব্যবহার
Post by: drkamruzzaman on June 30, 2014, 05:08:41 PM
good post..
Title: Re: ঘরের নানা জিনিস ঝকঝকে রাখতে কিছু খাবারের অজানা ব্যবহার
Post by: Sharmin Jahan on July 01, 2014, 12:34:27 PM
Hope, it will help me.
Title: Re: ঘরের নানা জিনিস ঝকঝকে রাখতে কিছু খাবারের অজানা ব্যবহার
Post by: sayma on July 01, 2014, 01:59:22 PM
helpful...thanks for sharing...