Daffodil International University
Entrepreneurship => Successful Entrepreneur => Topic started by: bappea23 on June 21, 2014, 07:57:43 PM
-
মো. সবুর খান স্যারের লিখা ‘উদ্যোক্তা উন্নয়ন নির্দেশিকা’ বইটির কথা জানতে পারলাম, এই বইটা কোথায় পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে জানালে খুব উপকার হয়। ধন্যবাদ।
নতুন উদ্যোক্তাদের সহযোগিতার জন্য পূর্ণাঙ্গ দিক-নির্দেশনা সম্বলিত একটি বই প্রকাশ হয়েছে।
‘উদ্যোক্তা উন্নয়ন নির্দেশিকা’ নামের বইটি রচনা ও প্রকাশ করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর সাবেক সভাপতি মো. সবুর খান।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
ড. আতিউর রহমান বলেনে, “বইটির মাধ্যমে নতুন উদ্যোক্তারা যথেষ্ট লাভবান হবেন। ‘চাকরি খুজঁব না চাকরি দেব’ এই মানসিকতায় আমাদের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে বইটি কার্যকর ভূমিকা রাখতে পারবে।”
তিনি বলেন, “আমাদের দেশের সার্বিক উন্নয়নে সবচেয়ে বেশী প্রয়োজন নতুন নতুন উদ্যোক্তা তৈরি। স্বাধীনতার ৪৩ বছরে আমরা গার্মেন্টস থেকে শুরু করে তথ্যপ্রযুক্তির প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের যে সাফল্যের গল্প দেখছি তা মূলত উদ্যোক্তাদেরই অবদান। যদিও সরকার বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে আসছে।”
প্রকাশনা অনুষ্ঠানে বই এর প্রকাশক এবং লেখক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজ এর চেয়ারম্যান ও মো. সবুর খান বলেন, “বইটিতে অত্যন্ত সহজ ভাষায়- দক্ষতা অর্জন, পণ্যের মূল্য নির্ধারণ, ক্রেতাকে সন্তুষ্ট রাখার কৌশল, ব্যবসায়িক কার্যক্রম শুরু, ট্রেড লাইসেন্স প্রাপ্তি, লোন প্রাপ্তি, প্রকল্প পরিকল্পনা তৈরির বিভিন্ন দিকসহ ব্যবসার খুটিনাটি ধারাবাহিকভাবে সন্নিবেশিত করা হয়েছে এবং সহায়ক লিংক সমূহ দেয়া আছে যা উদ্যোক্তা হতে ইচ্ছুক যে কাউকে পরিস্কার দিক নির্দেশনা দিতে সক্ষম হবে।
-
Contact KIOSK shop @ Library Building