Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Football => Topic started by: maruppharm on June 27, 2014, 02:20:42 PM

Title: সাংবাদিকের মাথা কেটে নেওয়ার হুমকি আলবার
Post by: maruppharm on June 27, 2014, 02:20:42 PM
অবশেষে বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে স্পেন। কুরিতিবার মাঠে অস্ট্রেলিয়াকে ৩-০ গোলে হারায় দেল বস্কের শিষ্যরা।

তবে বিশ্বকাপের এবারের মিশন তাদের শেষ হয়ে গিয়েছে আরো আগেই। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরেছে ৫-১ গোলের বিশাল ব্যাবধানে। এরপর দ্বিতীয় ম্যাচে চিলির কাছেও হেরে বসে ২-০ গোলে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে জিতেও তাই খুশি নন বার্সেলোনায় খেলা এই তারকা ফুটবলার। ম্যাচ শেষে যাওয়ার সময় এক সংবাদিকের করা একটি মন্তব্যে রেগে যান আলবা। তিনি ঐ সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, ‘আমি আপনার মাথা কেটে ফেলব।’

শুধু এটুকু বলেই তিনি থামেন নি। তিনি পরের বার সেই সাংবাদিককে দেখে নেওয়ারও হুমকি দেন।

মাত্র ২৫ বছর বয়সী আলবা স্পেনের হয়ে ২৯টি ম্যাচ খেলেছেন। দেশের হয়ে গোল করেছেন ৫টি। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/301884.html#sthash.HQmf4Uwt.dpuf