Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: drkamruzzaman on June 29, 2014, 12:26:44 PM

Title: জাপানে গবেষণা জগতে প্রতারণা
Post by: drkamruzzaman on June 29, 2014, 12:26:44 PM
এক জাপানি ‘স্টেমসেল’ গবেষক তাঁর গবেষণার ফলাফলকে প্রত্যাহার করে নিতে বাধ্য হন৷ কারণ তাঁর গবেষণার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে৷ বহু গবেষণায় জালিয়াতি, অপকৌশল ও অস্বচ্ছতা হয়ত ধরাই পড়ে না৷ জাপানের ‘রিকেন সেন্টার ফর ডেভেলপমেন্ট বায়োলজি'-র বিজ্ঞানী হারুকো ওবোকাটা দেহকোষকে স্টেমসেলে পরিণত করার এক সহজ ‘উপায়' বের করেছেন বলে দাবি করেন৷ কিন্তু প্রখ্যাত বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন ‘নেচার'-এ তাঁর গবেষণার ফলাফল তুলে ধরার পরপরই, অন্যান্য বিজ্ঞানীদের সমালোচনা সরব হয়ে ওঠে৷ কেননা এই গবেষণা অনুসারে পরীক্ষা-নীরিক্ষা করেও এই ধরনের ফলাফল পাননি তাঁরা৷ এছাড়া অন্যান্য রচনা থেকে অনুচ্ছেদ ও ছবি নকল করেছেন বলে ওবোকাটাকে দোষারোপ করেন সহযোগী বিজ্ঞানীরা৷

For details, please visit: www.dw.de/জাপানে-গবেষণা-জগতে-প্রতারণা/a-17742146