Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: moonmoon on June 30, 2014, 10:10:34 AM
-
বিষণ্নতার শুরু মাতৃগর্ভে
গর্ভাবস্থায় মায়েরা বিষণ্ন থাকলে তার প্রভাব সন্তানের ওপরও পড়ে। বিষণ্নতা একটি রোগ এবং এই রোগের ঝুঁকি মাতৃগর্ভ থেকেই শুরু হয়।
সম্প্রতি এই আশ্চর্য তথ্য প্রকাশ করেছেন ব্রিটেনের একদল বিজ্ঞানী। যে মায়েরা গর্ভাবস্থায় বিষণ্নতায় আক্রান্ত হন, তাঁদের আসন্ন সন্তানেরাও এ রোগের ঝুঁকিতে থাকে। গর্ভকালীন বিষণ্নতায় আক্রান্ত প্রায় আট হাজার নারীর ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে, তাঁদের সন্তানদের পরবর্তী সময়ে অর্থাৎ ১৮ বছর বয়সে বিষণ্নতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় ১ দশমিক ৩ গুণ বেশি।
বিশালসংখ্যক নারী গর্ভকালীন বিষণ্নতায় ভুগে থাকেন, তাই চিকিৎসকেরা বলছেন, গর্ভাবস্থায় নারীদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ, বিষণ্নতা শনাক্ত করা এবং তাঁদের চিকিৎসার আওতায় আনাটা জরুরি। এটি কেবল তাঁদের নিজেদের জন্যই জরুরি নয়, ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতার জন্যও দরকার।
সূত্র: জেএএমএ সাইকিয়াট্রি
- See more at: http://www.ebanglahealth.com/4935#sthash.mSsxOyir.dpuf
-
The pregnant women should be conscious about their mental health as well as physical health..to keep it good and healthy.
-
I think, exercise of brain of mother can play vital mechanism to form the brain of child. Little bit exercise of mathematics can be advised to every mother.
-
Thanks!
-
Kind of peculiar