Daffodil International University

Entertainment & Discussions => Animals and Pets => Topic started by: Alamgir240 on July 03, 2014, 10:32:29 AM

Title: মরা পুতুলের ভৌতিক দ্বীপ!
Post by: Alamgir240 on July 03, 2014, 10:32:29 AM
মরা পুতুলের ভৌতিক দ্বীপ!
দ্বীপটির নামই পুতুলের দ্বীপ। মেক্সিকো সিটির দক্ষিণে এর অবস্থান। রোমাঞ্চপ্রিয় ট্যুরিস্টদের জন্য এটা খুবই জনপ্রিয় একটি স্থান। দ্বীপটিতে রয়েছে অনেকগুলো মরা গাছ। আর এ গাছেই ঝুলানো কয়েকশ বহু পুরাতন বিকৃত, বিকলাঙ্গ পুতুল। দেখে যে কারো মনে হবে এটা প্রাণহীন তবু যেন ‘মৃত’ পুতুল। কেউ কেউ ভাবেন এগুলো পুতুল নয়, পুতুলের ভূত।এর পেছনের গল্পটাও বেশ গাছমছমে। প্রায় অর্ধশতাধিক বছর আছে একটি ছোট্ট মেয়ে একটি ছোট দ্বীপের গভীর জলে ডুবে মারা যায়। এ দ্বীপের একমাত্র স্থায়ী অধিবাসী ছিলেন একজন তপস্বী। তার নাম ডন জুলিয়ান সানটানা ব্যারেরা। তিনি পরিবারসহ সেখানে বসবাস করতেন। পরিবার নিয়ে একা নির্জনে থাকাই ছিল তার পছন্দের কাজ।কিন্তু একটি শিশুর ডুবে মৃত্যুর পর একটির পর একটি পুতুল তিনি দ্বীপের চারপাশের জলরাশিতে ছুড়ে ফেলতে লাগলেন। তিনি ভাবতে লাগলেন এই মৃত্যু কোনো শয়তানের অপশক্তিতেই ঘটেছে।জুলিয়ান এরপর ছুড়ে ফেলা পুতুলগুলো তুলে মৃত গাছে ঝোলানো শুরু করলেন। ভাবলেন তাদের শয়তানের হাত থেকে রক্ষা করবে এরা। একইসঙ্গে মৃত শিশুটির আত্মা শান্তিতে থাকবে। পরে তিনি সমগ্র দ্বীপটিকেই একটি মঠের মতো করে গড়ে তুললেন।জুলিয়ান পুতুলগুলি পরিস্কার-পরিছন্ন না করে গাছের সঙ্গে বেঁধে বা ঝুলিয়ে রাখলেন। কিন্তু দেখা গেল এর কোনোটির হাত-পা নেই, কোনোটির চোখ উপড়ানো অথবা সমস্ত শরীর ময়লা আবর্জনায় ভরে বীভৎস চেহারার হয়ে উঠেছে। কিন্তু যখন রোদ বৃষ্টি ঝড়ের কবলে কিছুদিন পুতুলগুলির কাটলো তখন প্রতিটি পুতুলের চেহারায় তৈরি হলো অন্যরূপ। তখন যেন তৈরি হলো এটা রহস্যজনক ও পিশাচ বা ভূত-প্রেতের ছবির গ্যালারি।পুতুলগুলোর কোনোটির রয়েছে শুধু মাথার খুলি, কোনোটির চোখ উপড়ানো, কোনোটির গলায় দড়ি, কোনোটি বা তাকিয়ে আছে নরখাদকের মতো। এখানে শুধু এদের চেহারাই ভৌতিক নয়, রয়েছে নানা ধরনের মাকড়সা ও পোকামকড়।
ডন জুলিয়ান মারা যান ২০০১ সালে। তার আগ পর্যন্ত তিনি বসবাস করেন এ দ্বীপেই। তবে তার মৃত্যুটা আরও রহস্যজনক। কারণ তার মৃতুদেহ সেখানেই পাওয়া যায় যেখানে সেই শিশুটির মৃতদেহ পাওয়া গিয়েছিল বলে তিনি বিশ্বাস করতেন। Collected