Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Football => Topic started by: khairulsagir on July 03, 2014, 11:49:57 AM

Title: Tragic Event in Football History
Post by: khairulsagir on July 03, 2014, 11:49:57 AM
বিশ বছর আগের কথা। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের মাটিতে সেবারও ছিল কলম্বিয়ার সরব উপস্থিতি। ‘সরব’ বলার কারণ, ব্রাজিলীয় ফুটবল কিংবদন্তি পেলের একটি ভবিষ্যদ্বাণী। বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন এই দেশটির পারফরম্যান্স দেখে তিনি তাদের বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবেই ধরে নিয়েছিলেন। বিশ্বকাপে তাই কলম্বিয়াকে নিয়ে ছিল অন্য রকম আগ্রহ। কিন্তু বিধি বাম। প্রত্যাশার চূড়ায় থাকা দলটি বিদায় নিল প্রথম পর্ব থেকেই। আর কলম্বিয়ার এই বিদায় জন্ম দিল বিশ্বকাপ কেন, ফুটবল ইতিহাসেরই সবচেয়ে ট্র্যাজিক ঘটনার।

কলম্বিয়ার বিদায় নিশ্চিত হয়েছিল একটি আত্মঘাতী গোলে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে আন্দ্রেস এসকোবারের করা সেই আত্মঘাতী গোলটি আক্ষরিক অর্থেই ‘আত্মঘাতী’ হয়ে দেখা দিল কলম্বিয়া দল ব্যর্থ হয়ে দেশে ফেরার পর। গুলি করে হত্যা করা হলো ওই এসকোবারকে।