Daffodil International University

Faculties and Departments => Business & Entrepreneurship => Real Estate => Topic started by: BRE SALAM SONY on August 27, 2010, 10:27:58 PM

Title: রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট অ্যাণ্ড ডেভেলপ
Post by: BRE SALAM SONY on August 27, 2010, 10:27:58 PM
দুবাইতে রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট অ্যাণ্ড ডেভেলপমেন্ট-এ মাস্টার্স বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পড়তে চাই। কোথায় পড়ানো হয়? কোর্সের মডিউলগুলি কী কী? ভর্তির শর্ত কী?
(http://www.anandabazar.com/archive/1100125/25pro7.jpg)

ব্রিটেনের এডিনবরার হেরিয়ট ওয়াট বিশ্ববিদ্যালয় দুবাইতে তাদের ক্যাম্পাস খুলেছে ২০০৫-এ। এই ক্যাম্পাসে এক বছরের পূর্ণ সময়ের ‘রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট অ্যাণ্ড ডেভেলপমেন্ট’ -এ মাস্টার্স বা পি জি ডিপ্লোমা পড়ার সুযোগ রয়েছে। কোর্সের মডিউলগুলি হল: রিয়েল এস্টেট অ্যাপ্রেসাল অ্যাণ্ড ভ্যালুয়েশন, ইন্টারন্যাশনাল প্ল্যানিং অ্যাণ্ড প্রপার্টি ল, কনষ্ট্রাকশন টেকনোলজি, রিয়েল এস্টেট ইকোনমিক্স, রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট অ্যানালিসিস। উপরোক্ত মডিউলগুলি পড়া ছাড়াও মাস্টার্স স্তরের শিক্ষার্থীদের একটি রিসার্চ প্রজেক্টও করতে হয়। ভর্তির শর্ত: সমগোত্রীয় বিষয়ে প্রথম বা দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি, আই ই এল টি এস-এ ৬০ অথবা ইন্টারনেট বেসড টোয়েফল-এ ৮০ স্কোর।

আমেরিকায় স্নাতকস্তরে অ্যাষ্ট্রোনমি বা অ্যাষ্ট্রোফিজিক্স পড়তে চাই। কোথায় পড়ানো হয়? ওই বিষয়ে সে দেশে গবেষণার সুযোগ কতখানি?
বৃষ্টি ভৌমিক। পশ্চিম মেদিনীপুর আমেরিকার যে-সমস্ত বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে অ্যাষ্ট্রোনমি বা অ্যাষ্ট্রোফিজিক্স পড়া যায়, এর মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি, ইউনিভার্সিটি অব শিকাগো, কলম্বিয়া ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব কলোরাডো অ্যাট বোল্ডার্স প্রভতি। আমেরিকার অনেক বিশ্ববিদ্যালয়েই এ বিষয়ে পিএইচ ডি করার সুযোগ রয়েছে। যেমন— ক্লেমসন, ওহায়ো, ব্রিগহাম ইয়ং, জন হপকিন্‌স প্রভতি।


SOURCE (http://anandabazar-unicode.appspot.com/proxy?p=archive/1100125/25pro7.htm)