Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: farahsharmin on July 03, 2014, 01:40:44 PM

Title: বর্ষায় যত্ন নিন বৈদ্যুতিক যন্ত্রের
Post by: farahsharmin on July 03, 2014, 01:40:44 PM
বর্ষাকালে আবহাওয়া হয়ে ওঠে স্যাঁতসেঁতে। এমন দিনে বৈদ্যুতিক বিভিন্ন যন্ত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। ট্রান্সকম ডিজিটালের প্রদর্শনী ব্যবস্থাপক মেহেদী হাসান জানান, এ রকম আবহাওয়ায় যত্নের অভাবে বৈদ্যুতিক যন্ত্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে, তাই এ সময়টিতে এসব যন্ত্রের বিশেষ যত্ন নিতে হয়।
নিত্যব্যবহার্য বৈদ্যুতিক যন্ত্রের তালিকায় রয়েছে, রেফ্রিজারেটর, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), টেলিভিশন, কম্পিউটার, বৈদ্যুতিক পাখা প্রভৃতি।
বর্ষাকালে সাধারণত রেফ্রিজারেটরের বাইরের আবরণ ঘেমে যায়। এই ঘাম শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। আর যেহেতু আবহাওয়া কিছুটা ঠান্ডাই থাকে, তাই ফ্রিজের ভেতরের তাপমাত্রা কিছুটা কমিয়ে দিতে হবে।
ফ্রিজের নিচের দিকে স্যাঁতসেঁতে হয়ে যেতে পারে। এ জন্য এর নিচে শক্ত কোনো কাগজ, কাঠ কিংবা টুল-জাতীয় কিছু দেওয়া যেতে পারে, যাতে মেঝের স্যাঁতসেতে ভাবের কোনো প্রভাব এর ওপর না পড়ে।
দেয়াল ভেজা বা স্যাঁতসেঁতে থাকার কারণে বর্ষাকালে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রে পাওয়ার লাইন থেকে দুর্ঘটনা ঘটতে পারে। যেমন, পুরো ঘরে বিদ্যুতায়িত হয়ে যেতে পারে। তাই বর্ষাকালের শুরুতে এটি পরীক্ষা করাতে হবে, সমস্যা থাকলে দ্রুত সারিয়ে নিতে হবে। বর্ষাকালে এসির ব্যবহার কিছুটা কমই থাকে। এর ফলে খোলা অবস্থায় থেকে এসিতে ধুলাবালি জমে যেতে পারে। তাই এ সময় এসিতে কাপড়ের তৈরি ঢাকনা ব্যবহার করা যেতে পারে ।
বর্ষাকালে টেলিভিশন ও কম্পিউটার ব্যবহারেও থাকতে হবে বিশেষ সচেতন। আকাশে বিদ্যুৎ চমকালে এসব যন্ত্র বন্ধ রাখাই ভালো। আর ব্যবহারের পর, বিশেষ করে রাতে মেইন সুইচ বন্ধ করে রাখতে হবে। এতে কোনো বিপদের ঝুঁকি থাকে না।
বর্ষাকালের স্যাঁতসেঁতে আবহাওয়াতে সব বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করতে হবে সচেতনভাবে। খেয়াল রাখতে হবে, কোনোভাবেই যেন এগুলো পানির সংস্পর্শে না আসে।
Title: Re: বর্ষায় যত্ন নিন বৈদ্যুতিক যন্ত্রের
Post by: habib.cse on July 14, 2014, 06:34:24 PM
informative
Title: Re: বর্ষায় যত্ন নিন বৈদ্যুতিক যন্ত্রের
Post by: kwnafi on July 16, 2014, 09:15:12 PM
Excellent post
Title: Re: বর্ষায় যত্ন নিন বৈদ্যুতিক যন্ত্রের
Post by: Mousumi Rahaman on December 14, 2014, 03:34:08 PM
Its really informative post,thanks...