Daffodil International University

Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: alaminph on July 08, 2014, 05:58:48 AM

Title: ঠান্ডাজনিত সমস্যা
Post by: alaminph on July 08, 2014, 05:58:48 AM
সর্দি-কাশিতে ভয়ের কিছু নেই

বেশির ভাগ ক্ষেত্রে রাইনো ভাইরাসই মূল দোষী। এতে নাক বন্ধ, নাক দিয়ে পানি পড়া, খুকখুক কাশি, ঘড়ঘড় শব্দ ও সঙ্গে জ্বর, গা ম্যাজম্যাজ, এমনকি গলা বা কান ব্যথা—যেকোনো উপসর্গই হতে পারে। কারও কারও এর সঙ্গে বমি বা নরম মলও হয়। জেনে নিন এই উপসর্গ হলে কী করবেন।

—নাক বন্ধ বা নাকে সর্দির জন্য নরমাল স্যালাইন ড্রপ বা বাড়িতে তৈরি স্যালাইন পানি দিয়ে একটু পর পর নাক পরিষ্কার করে দিন। শিশুকে পাশ ফিরিয়ে নাকে পানি গড়িয়ে পড়তে দিন ও টিস্যু দিয়ে মুছে দিন। প্রচলিত কফ সিরাপ বা অন্য কোনো ওষুধ না দেওয়াই ভালো।

—ছয় মাস বয়সের নিচে কেবল মায়ের বুকের দুধই বারবার দিন। ছয় মাস বয়সের ওপর কাশি থাকলে কুসুম গরম পানিতে মধু, আদার রস বা তুলসী পাতার রস, লেবু দিয়ে গরম পানি বা চা ইত্যাদি দিতে পারেন। এগুলো কফ তরল করতে সাহায্য করবে।

—সর্দি-কাশি বা অরুচির জন্য শিশু একবারে বেশি খেতে পারে না, তাই বারবার খাবার দিন। পানিশূন্যতা রোধে তরল খাবার বেশি দিন। ভিটামিন সি-যুক্ত ফল, যেমন: লেবু, কমলা, মালটা, আমলকী ইত্যাদি উপকারী।

Health news
Title: Re: ঠান্ডাজনিত সমস্যা
Post by: Arif on July 13, 2014, 03:46:33 PM
সর্দি-কাশি বা অরুচির জন্য শিশু একবারে বেশি খেতে পারে না, তাই বারবার খাবার দিন।
Title: Re: ঠান্ডাজনিত সমস্যা
Post by: Iqbal Bhuyan on July 14, 2014, 05:08:43 PM
nice post :)
Title: Re: ঠান্ডাজনিত সমস্যা
Post by: Lima Rahman on July 14, 2014, 05:50:07 PM
good post
Title: Re: ঠান্ডাজনিত সমস্যা
Post by: Md. Fouad Hossain Sarker on July 19, 2014, 04:14:12 PM
thank you very much for your post.
Title: Re: ঠান্ডাজনিত সমস্যা
Post by: Mosammat Arifa Akter on August 04, 2014, 12:18:22 PM
Thank you very much for the post...it is very informative.