Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Islam & Science => Topic started by: imam.hasan on July 08, 2014, 01:17:22 PM

Title: আদর্শ জীবন
Post by: imam.hasan on July 08, 2014, 01:17:22 PM
আয়েশা (রা) থেকে বর্ণিত
তিনি একবার দোযখের কথা স্মরণ করে কাঁদতে লাগলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে তোমাকে কাঁদাল?
আয়েশা রা. বললেন, আমি দোযখের ভয়ে কাঁদছি।
আপনি কি কেয়ামতের দিন আপনার পরিবারের কথা স্মরণ রাখবেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তিনটি স্থানে কেউ কাউকে স্মরণ রাখতে পারবে না-
=এক- মীযানের (আমল পরিমাপক যন্ত্র) নিকট যতক্ষণ না জানতে পারবে যে,
তার নেকীর পাল্লা ভারী হয়েছে না হালকা,
=দুই- আমলনামা পেশ করার সময়,
যখন বলা হবে আস তোমার আমলনামা পাঠ কর,
যতক্ষণ না জানতে পারবে যে,
তার আমলনামা ডান হাতে দেওয়া হচ্ছে না পিঠের পিছন থেকে বাম হাতে।
=তিন- পুলসিরাতের উপর দিয়ে অতিক্রম করার সময় যখন
তা জাহান্নামের উপর স্থাপন করা হবে।’-
(সুনানে আবু দাউদ, হাদীস : ৪৭২২)