Daffodil International University
Entertainment & Discussions => Sports Zone => Tennis => Topic started by: imam.hasan on July 09, 2014, 11:59:46 AM
-
উইম্বলডনে দ্বিতীয় শিরোপা জিতেছেন নোভাক জোকোভিচ। সুইস তারকা রজার ফেদেরারকে হারিয়ে উইম্বলডনে দ্বিতীয় ও ক্যারিয়ার সেরা সপ্তম পুরস্কার জিতেন জোকোভিচ।
রোববার ফাইনাল ম্যাচে পাঁচ সেটে খেলা হয়। ৬-৭ (৭/৯), ৬-৪, ৭-৬ (৭/৪) ৫-৭, ৬-৪ গেমে হারে ১৭টি গ্রান্ড স্ল্যাম বিজয় ফেদেরার।
২৭ বছর বয়সী সার্বিয়ান তারকা জোকোভিচ ২০১১ সালে জয়ী হয়েছিল ও গত বছর রানারআপ হন।
৩২ বছর বয়সী ফেদেরার ১৭টি গ্যান্ড স্ল্যাম জিতেছেন। ২০১২ সালে ইংল্যান্ড ক্লাবে সবগুলো পুরস্কার জিতেন। যদি তিনি এই জয়ের মুকুট পড়তে পারতেন তবে পিট সাম্প্রাসের রেকর্ডের সঙ্গে ভাগ বসাতেন।
জোকোভিচ বলেন,‘প্রথমে আমি রজারকে স্বাগতম জানাই, তিনি আমার সঙ্গে চমৎকার প্রতিযোগিতা করেছেন। তিনি একজন বড় মাপের খেলোয়াড় ও রোল অব মডেল। তার সকল কাজে আমি সম্মান জানাই, এবং ধন্যবাদ আমাকে জয় হতে সুযোগ দেয়ার জন্য।