Daffodil International University

Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: alaminph on July 12, 2014, 11:38:51 AM

Title: নাকের ছিদ্র বন্ধ
Post by: alaminph on July 12, 2014, 11:38:51 AM
মানুষের নাকের ধরনটা এ রকম যে বাম পাশে বাতাস চলাচল বেশি হলে ডান পাশে বাতাস তুলনামূলক কম হয়। এটা স্বাভাবিক ঘটনা। একে নোজ সাইকেল বলে।
তবে অ্যালার্জি ও ঠান্ডার সমস্যার কারণে এটি অ্যালার্জি বা ঠান্ডা লাগা থেকেও হতে পারে। নাকের ভেতরের বাঁকা হাড়, পলিপ বা সাইনোসাইটিসে তিন রোগ থেকে এ ধরনের সমস্যা হতে পারে।
অস্ত্রোপচার করে এ তিনটি রোগ সারিয়ে তোলা সম্ভব। অ্যালার্জি থেকে হলে যেসব বস্তুর কারণে অ্যালার্জি হয় তা ব্যবহার, খাওয়া বা সংস্পর্শে আসা যাবে না।
টাটকা ফলমূল, পানি ইত্যাদি খেতে হবে।


Health news
Title: Re: নাকের ছিদ্র বন্ধ
Post by: Arif on July 13, 2014, 03:45:17 PM
nice information...........
Title: Re: নাকের ছিদ্র বন্ধ
Post by: sharifa on July 14, 2014, 02:52:50 PM
Good post.
Title: Re: নাকের ছিদ্র বন্ধ
Post by: Mosammat Arifa Akter on August 04, 2014, 12:23:19 PM
informative post..