Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: Mosammat Arifa Akter on July 16, 2014, 12:02:27 PM
-
পাথুরে মাছ, স্পর্শ করলেই প্যারালাইজড!
মাছে ভাতে বাঙালী, কথাটি বহুল প্রচলিত। পৃথিবীতে রয়েছে নানান প্রজাতির মাছ। খাওয়াতো দূরের কথা, স্পর্শ করলেই সারা শরীর প্যারালাইজড হয়ে যেতে পারে রয়েছে এমনই এক ভয়ংকর প্রজাতির মাছ। পাথরের মতো দেখতে হওয়ায় এই মাছটির নাম পাথুরে মাছ(stone fish)।বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাছের মধ্যে এটিই হচ্ছে প্রথম। পিঠে প্রায় ৩০টি কাঁটা যুক্ত এই মাছ দেখতে অনেকটাই পাথরের মত। পাথর মনে করে এই মাছের উপর একবার পা ফেললে শেষ। সারা শরীর প্যারালাইসড হয়ে যাবে। দেখতে অনেকটা পাথরের মত হওয়ায় এই মাছ সহজে নিজের বর্ণ লুকিয়ে নিজেকে আড়াল করতে পারে।প্রশান্ত মহাসাগরের উপকূলীয় অঞ্চলের এ মাছের গায়ে রয়েছে বিদ্যুৎ। ভুল করে পা ফেলার সাথে সাথে খামছে ধরবে আপনাকে। এর ইলেকট্রিক শকের সাথে সাথেই শরীর প্যারালাইজড হয়ে যেতে পারে।
এ মাছটির বৈজ্ঞানিক নাম সাইনোসিয়া ভেরিকোসা (Synanceia verrucosa)। শিলা বা পাথরের মত হওয়াতে এই মাছকে পাথুরে মাছ বা stone fish বলাহয়।
এই মাছের দৈঘ্য সাধারণত ৩০-৪০ সেন্টি মিটার এবং এরা প্রায় ৫-১০ বছর পর্যন্ত বাঁচে। নানান প্রাজাতির ছোটমাছ ও অমেরুদন্ডী জলজ প্রাণী এদের প্রিয় খাবার।
Source: campuslive24
-
Interesting post...
-
so dangerous!
-
Very interesting post. :)
-
Good post.
-
good information...
-
Informative post :)
-
Horrible....
-
thank you for sharing this one
-
very dangerous..........
-
Interesting.
-
Interesting & dangerous.