Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: Mosammat Arifa Akter on July 16, 2014, 01:06:35 PM
-
এও সম্ভব...শূন্যে ভাসমান বৃক্ষ!
ছবির বৃক্ষটি দেখে ভাবছেন নিশ্চয়...এও সম্ভব! ভয় পাবার কারণ নেই পাঠক, আপনার চোখ ঠিকই আছে। আপনার চোখে ধুলো দিয়েই বৃক্ষটি শূন্যে দাড়িয়ে আছে। কিন্তু কিভাবে?
এটি সম্ভব হয়েছে আপনি দেখতে ভুল করছেন বলেই। আপনাকে ধাঁধায় ফেলতে এমন বৃক্ষ উপস্থাপন করা হয়েছে। জার্মাানীর গ্রাফিক্স ডিজাইনার ড্যানিয়েল সিরিং ও মারিও স্কাস্টারের কাজ এটিই। অনেকটা শখের বসে হাই রোডের পাশে দাড়িয়ে থাকে বৃক্ষটির গায়ে টেপ পেঁচান। এর পর কয়েক ধরনের স্প্রে রং ব্যবহার করে রাস্তার অপর পাশের দৃশ্যপট ফুটিয়ে তুলেন ওই টেপ পেঁচানো অংশের উপর।
এবার ভালো করে লক্ষ করুন। আপনার চোখের ভুল ভেঙ্গে যাবে...
Source:Daily mirror
-
creative work!
-
(http://forum.daffodilvarsity.edu.bd/index.php?action=dlattach;topic=21445.0;attach=2746;image)
-
Really amazing...
-
really very creative and incredible indeed!
-
hard to beleive