Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: Mosammat Arifa Akter on July 16, 2014, 01:53:37 PM

Title: ছাতার শহর...!
Post by: Mosammat Arifa Akter on July 16, 2014, 01:53:37 PM
রাস্তা দিয়ে হাঁটছেন। হঠাৎ চলে এসেছে বৃষ্টি। সঙ্গে ছাতা নেই। কি বিপদ...! চিন্তা নেই যদি আপনি পর্তুগালের আগুয়েদা শহরের বাসিন্দা হোন।
এশহরের প্রধান প্রধান বিপনী বিতানগুলোর রাস্তায় ঝুলছে শত শত ছাতা। যা আপনাকে ঝড় বৃষ্টি থেকে রক্ষা করবে। বিভিন্ন রংয়ের ছাতা ঝুলিয়ে এক নয়নাভিরাম দৃশ্যের অবতারনা করা হয়েছে ওই রাস্তা গুলোতে।এই ইন্সটলেশন Umbrella Sky Project নামে পরিচিত যা স্থানীয় Agitagueda Art Festival এর একটি অংশ, এটি তৈরি করেছে Sextafeira Produções. অবশ্য সারাবছরব্যাপী ওই ছাতা থাকেনা তা পেট্রিসিয়া আলমেডিয়া নামের একজন ফটোগ্রাফার প্রথমবারের মত এর ছবি ক্যামেরা বন্দি করে ফ্লিকারের মাধ্যমে বিশ্বব্যাপী তা ছড়িয়ে দেন। এনিয়ে অনেক দেশে কৌতূহল সৃষ্টি হয়েছে।


 Source:campuslive24.com
Title: Re: ছাতার শহর...!
Post by: sayma on July 21, 2014, 12:38:01 PM
interesting!
Title: Re: ছাতার শহর...!
Post by: Lima Rahman on July 21, 2014, 03:26:08 PM
very interesting post.
Title: Re: ছাতার শহর...!
Post by: utpalruet on August 10, 2014, 11:57:25 PM
quite interesting, i must say.