Daffodil International University
Entertainment & Discussions => Life Style => Jokes => Topic started by: kwnafi on July 16, 2014, 11:05:17 PM
-
কলেজের সামনে কয়েকটা মেয়ে গল্প করতেছে।
জানিস দোস্ত কালকে আমার মামা লন্ডন থেকে আসছে। আমার জন্য xperia z আনছে, আসার সময়।
দোস্ত মোবাইল. টা নাকি waterproof?
হমম কালকে আমি নিজে মোবাইল টা বালতি তে চুবাইছি। কিচ্ছু হই নাই মোবাইল এর।
omg দোস্ত মোবাইল টা দেখা না একটু।
আজকে বৃষ্টি তো তাই আম্মু মোবাইল টা আনতে দেয় নাই, কালকে নিয়ে আসবো। তখন দেখিস