Daffodil International University

Entertainment & Discussions => Life Style => Jokes => Topic started by: kwnafi on July 16, 2014, 11:06:16 PM

Title: Cinema Jokes
Post by: kwnafi on July 16, 2014, 11:06:16 PM
বাংলা সিনেমার কিছু অতি পরিচিত সংলাপ → ↓ ↓→
(১) চৌধুরী সাহেব! আমরা গরীবহতে পারি, কিন্তুলোভী নই।
(২) এই আকাশ বাতাস,গাছপালাকে সাক্ষী রেখে আজ আমরা এক হলাম,আজথেকে আমরা স্বামী-স্ত্রী। (এই ভাবেও বিয়ে সম্ভব?! )
(৩) ছেড়ে দে শয়তান, তোরঘরে কি মা বোন নেই ?
(৪) তোর এত বড় সাহস ! বামন হয়ে তুই চাঁদেরদিকে হাত বাড়িয়েছিস ?? (নায়িকার বাবার ডায়লগ)
(৫) বেশির ভাগ নায়কের নাম হবে রাজা/রাজু ।
(৬) আমি রাজুকে ছাড়া বাঁচবনা বাবা বাঁচব না।
(৭) তুই আমার দেহ পাবি, কিন্তু মন পাবিনা শয়তান।
(৮) মনে করে দেখ শয়তান, আজথেকে ২০ বছর আগের কথা তুই আমারবাবাকে নির্মমভাবে হত্যা করেছিলি, আজ আমি সেই হত্যার প্রতিশোধনিতে এসেছি।
(৯) বাঁচাও বাঁচাও ........... → দলিলেসই কর !
(১০)থামুন!আইন নিজেরহাতে তুলে নিবেন না ! (শেষদৃশ্যে দেরী করে আসা পুলিশেরবানী ।)
(১১) র্সবাপরি নায়কের ”ঢাকা কেন্দ্রীয় কারাগার” থেকে বের হওয়া ।
Title: Re: Cinema Jokes
Post by: Israk Zahan Papia on April 05, 2017, 08:31:02 PM
 ;D :D ;)