Daffodil International University
Entertainment & Discussions => Life Style => Jokes => Topic started by: kwnafi on July 16, 2014, 11:07:18 PM
-
৩ জন তরুণী এক ছেলেকে প্রোপোজ করল; তাকে এর মধ্যে থেকে একজনকে বেছে নিতে হবে। সে তাদেরকে ২০,০০০ টাকা খরচ করতে দিয়ে পরীক্ষা করল।
প্রথম মেয়ে পারসোনাতে স্পা করাতে চলে গেল!! এরপর সেখান থেকে মেকআপ করে আসলো যাতে ছেলেটিকে ইমপ্রেস করতে পারে!!!
২য় মেয়ে কিছু দামি শার্ট-টাই আর পারফিউম কিনে ছেলেকে দিয়ে বলল, আমি চাই তোমাকে সুন্দর লাগুক!!
আর
৩য় জন সেই টাকা শেয়ার বাজারে সালমান এফ রহমানের পরামর্শ নিয়ে বিনিয়োগ করল আর প্রচুর পরিমাণে লাভ নিয়ে ছেলেকে তার ২০,০০০ টাকা ফেরত দিয়ে বলল, এই বাকি লাভের সব টাকা আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য!!!
শেষ পর্যন্ত, ছেলেটি কাকে বাছাই করলো বলুন তো??
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
প্রথম মেয়েটিকে যাকে সুন্দর লাগছিল।
মোরালঃ ছেলেরা কখনো চেঞ্জ হয় না!!! ...
-
;) :D ;D
-
;D ;D