Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Topic started by: Mousumi Rahaman on July 17, 2014, 03:02:48 PM
-
বিদ্যুৎ সাশ্রয়ে করনীয় বিষয়াদিঃ (কম্পিউটার, ল্যাপটপ ইউজারদের জন্য)
* কম্পিউটার শাট ডাউন করতে অনেক সময় লাগে। তাই সরাসরি প্লাগের সুইচ অফ করে দিন।
* অকারনে কি বোর্ডের নাম লক, ক্যাপস লক, স্ক্রল লকের বাতি জালিয়ে রাখবেন না।
* টাইপ করার সময় মাউসের তার খুলে রাখুন। এতে মাউসের বাতি অফ থাকবে; ফলে বিদ্যুৎ ও সাশ্রয় হবে।
* ল্যাপটপ চালানোর সময় ফ্যান বন্ধ রাখুন। ল্যাপটপের কুলিং ফ্যান দিয়ে নিজের গায়ে বাতাস লাগান। ল্যাপটপ যখন গরম হবে তখন কুলিং ফ্যান ল্যাপটপে দিন।
* ডাউনলোড করা, গান শুনার সময় মনিটর অফ করে রাখুন।
* মডেম, পেনড্রাইভ, ওয়েবক্যাম অকারনে লাগিয়ে রাখবেন না।
* সাউন্ড সিস্টেম ব্যাবহার না করে হেডফোন ইউজ করুন। এতে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি শব্দ দূষণ ও কমবে।
-
Very very useful post...we need to save electricity for our own. Thanks for sharing.
-
may the the processes are unrealistic ..... sorry to say this