Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: mahmud_eee on July 19, 2014, 11:09:19 PM

Title: কিডনি সুস্থ রাখতে করণীয়
Post by: mahmud_eee on July 19, 2014, 11:09:19 PM
শীর্ষ নিউজ ডেস্ক: কিডনি সুস্থ আছে কিনা তা নিশ্চিত হবার ওপর নির্ভর করছে মানুষের বাকি জীবনের কর্মতৎপরতা ও সুস্থতা। বৃটেনের এক স্বাস্থ্য জরিপে দেখা যায়, প্রতি ৬ জনে ৫ জন মানুষ চিকিৎসকদের এই মনোভাবের উপর আস্থাশীল।  কিডনি  বিশেষজ্ঞ ড. মার্ক থমসন জানান,  সময় মত চিকিৎসা ও যত্ন নিলে প্রতি ৪ জনে ৩জন কিডনি রোগী সুস্থ জীবনের অধিকারী হতে পারেন। প্রতিদিন পর্যাপ্ত পানি ও ফলমূলের রস পানে নিজেকে সুস্থ রাখার অন্যতম গুরুত্বপূর্ণ উপায়। নিয়মিত মূত্র ও রক্ত পরীক্ষা করানো দরকার।


বৃটিশ ন্যাশনাল ইন্সটিটিউট ফর হেলথ কেয়ার এক্সেলেন্স জানায়, চিকিৎসকদের পরামর্শ অনুসারে জীবন যাপন করে বৃটেনে কমপক্ষে ১২ হাজার কিডনি রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পেরেছে। অর্থ অপচয় থেকে রক্ষা পেয়েছে কয়েক কোটি পাউন্ড।
Title: Re: কিডনি সুস্থ রাখতে করণীয়
Post by: sadia.ns on July 20, 2014, 11:54:39 AM
Informative post  :)