Daffodil International University

IT Help Desk => Internet => Topic started by: imam.hasan on July 20, 2014, 02:58:01 PM

Title: জাপানে মাইক্রোসফটের জিএম হলেন বাংলাদেশের মোস্তাক/ Japan became the GM of Microso
Post by: imam.hasan on July 20, 2014, 02:58:01 PM
শনিবার প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্ববিখ্যাত আইটি প্রতিষ্ঠান মাইক্রোসফট এর গ্লোবাল বিজনেস সাপোর্ট বিভাগের জাপান শাখার জেনারেল ম্যানেজার পদে নিয়োগ পেয়েছেন মোস্তাক শাকিল আহমেদ ।

মোস্তাক শাকিলের জন্ম যশোরে। তিনি শিংহুয়া ইউনিভার্সিটি থেকে কম্পিউটারে উচ্চতর ডিগ্রী নিয়ে গত ১৪ বছর ধরে মাইক্রোসফট এ কর্মরত আছেন । এর আগে তিনি এশিয়ার কনজুমার সাপোর্ট বিভাগের সিনিয়র ডিরেক্টর হিসেবে জাপান মাইক্রোসফটে কর্মরত ছিলেন । এছাড়া সিয়াটলে মাইক্রোসফট এর প্রধান কার্যালয়ে বিভিন্ন ইঞ্জনিয়ারিং বিভাগের ম্যানেজমেন্টে কর্মরত ছিলেন তিনি।

জীবনের বেশিরভাগ সময় দেশের বাইরে থাকলেও তিনি দেশের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন এবং ডিজিটাল বাংলাদেশের জন্য ভবিষ্যতে কাজ করবেন বলে আশা করেন। উইন্ডোজ এক্সপির বাংলা সংস্করণ এর সময় শাকিল  উইন্ডোজ বিভাগে কর্মরত ছিলেন এবং প্রত্যক্ষভাবে এর সাথে সম্পৃক্ত ছিলেন ।