Daffodil International University
IT Help Desk => Internet => Topic started by: imam.hasan on July 20, 2014, 02:59:54 PM
-
ডেল ল্যাপটপের সঙ্গে ঈদ অফার হিসেবে গিফট ভাউচার দিচ্ছে প্রযুক্তিপণ্যের পরিবশেক প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। প্রতিষ্ঠানটির যে কোনো আউটলেট কিংবা অনুমোদিত বিক্রয়কেন্দ্র থেকে এই ব্র্যান্ডের যে কোনো ল্যাপটপ কিনলেই ক্রেতা পাচ্ছেন একটি গিফট ভাউচার। এই গিফট ভাউচার দিয়ে আগোরা থেকে কেনাকাটা করা যাবে।
উল্লেখ্য, ডেল ইন্সপায়রন, স্টুডিও এক্সপিএস এবং ভস্ত্রো মডেলের ডুয়াল কোর থেকে শুরু করে কোর আই-৭ পর্যন্ত প্রায় অর্ধশত ভিন্ন ভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ দেশের বাজারে পরিবেশন করছে কম্পিউটার সোর্স।
-
Thanks.
-
That's great news.