Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Topic started by: maruppharm on July 20, 2014, 04:10:38 PM

Title: পৃথিবীর আলো দেখতে নাও পারতেন রোনালদো
Post by: maruppharm on July 20, 2014, 04:10:38 PM
চিকিৎসকের বারন শুনে গর্ভপাত থেকে নিজেকে বিরত রেখেছিলেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর মা দোলোরেস আভেইরো। যদি সেদিন তিনি গর্ভপাত ঘটাতেন তবে আজকের বিশ্বসেরা ফুটবলারদের তালিকায় রোনালদোর নামটি দেখা যেতো না।

পর্তুগিজ ভাষায় দোলোরেস তার আত্মজীবনীমূলক গ্রন্থ প্রকাশ করেছেন। আর তাতেই এমন অপ্রকাশিত সব ঘটনার প্রকাশ ঘটেছে। তিনি এ আত্মজীবনীমূলক গ্রন্থের নাম দিয়েছেন ‘সাহসী মা’।

এ গ্রন্থে তিনি জানান, রোনালদোর জন্মের আগেই তার পরিবারে এসেছিল আরো তিন সন্তান। ছোট পরিবার রাখার ইচ্ছে এবং পরিবারে যাতে দারিদ্র আঘাত করতে না পারে, এমন চিন্তায় রোনালদোর মা রোনালদোর জন্মদানে আগ্রহী ছিলেন না।

গর্ভপাত ঘটানোর সিদ্ধান্ত নিয়ে চিকিৎসকের কাছেও গিয়েছিলেন দোলোরেস। তিনি তার গ্রন্থে লিখেছেন, ‘আমি গর্ভপাত ঘটানোর জন্য চিকিৎসকের নিকট যাই, কিন্তু তিনি আমাকে গর্ভপাত ঘটানোর জন্য বারন করেন।’

২০০৫ সালে অতিরিক্ত অ্যালকোহল গ্রহনের জন্য লিভার সমস্যায় মারা যান রোনালদোর বাবা দিনিস। সে সময় রোনালদো তার মায়ের কাছে জানতে পারেন জন্মগ্রহনের আগে তাদের দুঃসহ জীবন কাহিনী। দোলোরেস বলেন, ‘এ ঘটনা শোনার পর রোনালদো মজা করে বলেছিল, দেখ মা, তুমি আমাকে জন্ম দিতে ইচ্ছুক ছিলে না। আর এখন আমি বাড়ির সেই ছেলে যে অনেক কিছু অর্জন করেছে।’

দোলোরেস যদি সেদিন রোনালদোর জন্ম না দিতেন, তাহলে আজ পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলের মালিক হতে পারতেন না রোনালদো। পারতেন না মাত্র ২৭ বছর ৮ মাস ১১ দিন বয়সে দেশের হয়ে সর্বকনিষ্ট ফুটবলার হিসেবে শততম ম্যাচ খেলার কৃতিত্ব অর্জনকারী। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/308450.html#sthash.Ym7qcWw2.dpuf