Daffodil International University
Entertainment & Discussions => Sports Zone => Topic started by: maruppharm on July 20, 2014, 04:12:12 PM
-
বার্সেলোনা এবং আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি স্পেনে কর (ট্যাক্স) দেওয়ার ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছেন।
মেসি মোট ৫৩ মিলিয়ন ইউরো কর দিয়েছেন। যা স্পেনের আয়কর ইতিহাসে প্রথম বলে ধারণা করা হচ্ছে। তিনি ‘ইমেজ রাইটস’ বাবদ করও পরিশোধ করেছেন।
তবে এই করের অঙ্কের পরিমাণ শুধুমাত্র ২০১৩ সালের জন্য নয়। গত তিন বছরের বকেয়া করও এর সঙ্গে দিয়েছেন তিনি।
এর আগে মেসি ২২.৪ মিলিয়ন ইউরো ‘ইমেজ রাইটস’ বাবদ কর জমা দেননি। এছাড়া এবার একই সঙ্গে ‘সম্পত্তি’ বাবদ ১ মিলিয়ন ইউরো করের অর্থ জমা দেন মেসি। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/308416.html#sthash.bAuVwo8r.dpuf