Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Topic started by: maruppharm on July 20, 2014, 04:14:14 PM

Title: স্পেনেই থাকছেন দেল বস্ক
Post by: maruppharm on July 20, 2014, 04:14:14 PM
ভবিষ্যৎ নিয়ে এবার নীরবতা ভাঙলেন স্পেন জাতীয় দলের কোচ ভিসেন্তে দেল বস্ক। তিনি জানান, ২০১৬ ইউরো পর্যন্ত স্পেনের কোচ হিসেবে দায়িত্বে থাকবেন।

ব্রাজিল বিশ্বকাপে ফেভারিট হিসেবে যাওয়া স্পেনকে ৫-১ গোলে হারিয়েছিল নেদারল্যান্ডস। গ্রুপ পর্বে ঘুরে দাঁড়ানোর আগেই চিলির বিপক্ষে ২-০ গোলে হেরে বিশ্বমঞ্চ থেকে বিদায় নেয় দেল বস্ক শিষ্যরা।

এরপর থেকে ধারণা করা হচ্ছিল স্প্যানিস ফুটবল ফেডারেশন হয়তো তাকে পদত্যাগপত্র ধরিয়ে দিতে পারে। কিন্তু স্পেন ফুটবল ফেডারেশন বস্কের উপরই আস্থা রাখছেন বলে জানা যায়। চুক্তি শেষ না হওয়া পর্যন্ত তাকে রেখে দেয়ার সিদ্ধান্ত নেয় ফেডারেশন।

৬৩ বছর বয়সী বস্ক বলেন, ‘ফেডারেশন আমার উপর আস্থা রেখেছে এবং আমার কাজের সঠিক মূল্যায়ন করেছে। আগের মতোই আমি এবং ফেডারেশন কাজ চালিয়ে যাব।’

পরের বছর ফ্রান্সে বসতে যাচ্ছে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের আসর। বস্কের চুক্তির মেয়াদও রয়েছে ততদিন পর্যন্ত। এ প্রসঙ্গে বস্ক বলেন, ‘ফেডারেশনের সঙ্গে আমার চুক্তি রয়েছে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ পর্যন্ত। ফেডারেশনের সঙ্গে আমি গত ছয় বছর কাজ করেছি। আর মাত্র দু’টি ম্যাচে খারাপ করার জন্য আমাদের সব অর্জন নষ্ট হয়ে যেতে পারে না।’

বস্ক ১১ মার্চ ২০০৮ সালে স্পেন জাতীয় দলের দায়িত্ব নেন। তিনি ২০১০ সালের বিশ্বকাপ জিতিয়েছেন দলকে। ২০১২’র উয়েফা চ্যাম্পিয়নশীপে দলকে শিরোপা এনে দিয়েছেন তিনি। এছাড়া একাধিকবার জাতীয় দলের কোচ হিসেবে পেয়েছেন সেরা কোচের পুরস্কার।
- See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/308223.html#sthash.QJ42JMvJ.dpuf