Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Topic started by: maruppharm on July 20, 2014, 04:18:38 PM

Title: স্যামসাং গ্যালাক্সি ট্যাব এসের আগাম বুকিং শুরু
Post by: maruppharm on July 20, 2014, 04:18:38 PM
দুটি মডেলের গ্যালাক্সি ট্যাব এস বাজারে আনছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। বাংলাদেশের বাজারে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস পাওয়া যাবে। তবে আজ থেকে এই ট্যাবের জন্য আগাম বুকিং দেয়া যাচ্ছে। আগাম বুকিং করতে জমা দিতে হবে ৬ হাজার টাকা।
গ্যালাক্সি ট্যাব এসে আছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেম-নির্ভর এ ট্যাবে রয়েছে ৩ জিবি র্যাম, পেছনে এলইডি ফ্ল্যাশসহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা ও সামনে ২.১ মেগাপিক্সেল ক্যামেরা।
এতে আছে ১৬ জিবি স্টোরেজ যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যায়। ট্যাব এসে আছে ওয়াইফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এসি, যেখানে মিমো, আইআর, এলইডি এবং ইউএসবি ২.০ ওটিজি দিয়ে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পাওয়া যায়। ট্যাব এস ১০.৫ এবং ৮.৪-এর আছে যথাক্রমে ৭,৯০০ এমএএইচ এবং ৪,৯০০ এমএএইচ ব্যাটারি।
স্যামসাং এর ওয়েবসাইট www.samsungmobile-bd.com থেকে প্রিবুকিং করতে পারবেন ক্রেতারা। জুলাই মাসের শেষ পর্যন্ত প্রিবুকিং করা যাবে।
স্যামসাং গ্যালাক্সি ট্যাব দুটি পাওয়া যাবে ৬৩ ও ৫৩ হাজার টাকায়।