Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Topic started by: maruppharm on July 20, 2014, 04:19:01 PM

Title: উইন্ডোজেই কম দামের ফোন আনবে নকিয়া
Post by: maruppharm on July 20, 2014, 04:19:01 PM
অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন তৈরি করা বন্ধ করে দেবে মাইক্রোসফট। তবে বর্তমানে যে অ্যান্ড্রয়েডনির্ভর ফোনগুলো রয়েছে সেগুলো বিক্রি চলবে।
মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, নকিয়া এক্স মডেল এখন লুমিয়ার আওতার অংশ হয়ে গেছে। নকিয়া এক্সে উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম ব্যবহূত হবে যদিও বর্তমান অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটগুলোতে সমর্থন দিয়ে যাবে প্রতিষ্ঠানটি।
প্রায় ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ার পর মাইক্রোসফট অ্যান্ড্রয়েড থেকে সরে যাওয়ার ঘোষণা দিল। এ বছরের শুরুতে নকিয়ার মোবাইল হ্যান্ডসেট বিভাগ কিনে নিয়েছে মাইক্রোসফট। এ বছরের ফেব্রুয়ারিতে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রথমবারের মতো অ্যান্ড্রয়েডনির্ভর ফোন উন্মুক্ত করেছিল নকিয়া।এক্স সিরিজের ফোনে আসবে উইন্ডোজ
বাজার গবেষণা প্রতিষ্ঠান সিসিএস ইনসাইটের বাজার বিশ্লেষক বেন উড এ প্রসঙ্গে বলেন. ফেব্রুয়ারিতে যখন নকিয়া অ্যান্ড্রয়েড ফোন বাজারে উন্মুক্ত করেছিল সবাই মাথা চুলকাতে শুরু করেছিল। মাইক্রোসফটের নিজস্ব অপারেটিং সিস্টেম থাকতে বাজারে কম দামে নকিয়ার অ্যান্ড্রয়েডনির্ভর ফোন আনার পরিকল্পনাকে হতবুদ্ধি কর বলেই অনেকে বর্ণনা করেছিলেন।
গতকাল মাইক্রোসফটের কর্মীদের কাছে লেখা এক ইমেইলে প্রতিষ্ঠানটির মোবাইল বিভাগের নির্বাহী কর্মকর্তা স্টিফেন ইলোপ জানিয়েছেন, শিগগিরই আমরা সাশ্রয়ী মোবাইল ফোনের ক্ষেত্রে উইন্ডোজ অপারেটিং সিস্টেম আনতে যাচ্ছি। বাজারে লুমিয়ার সঙ্গে দ্রুত বর্ধনশীল অংশ হচ্ছে সাশ্রয়ী স্মার্টফোনের অংশটি।

ইলোপ বলেন, পরিকল্পিত পোর্টফোলিওর পাশাপাশি আমরা সাশ্রয়ী দামে আরও বেশি লুমিয়া পণ্য তৈরি করতে যাচ্ছি। নকিয়া এক্সকে উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমনির্ভর করে লুমিয়া সিরিজে আনা হবে। আমরা বর্তমান অ্যান্ড্রয়েড ফোনের সেবা চালু রেখে শিগগিরই উইন্ডোজ ফোন বাজারে আনব।’

প্রসঙ্গত, নকিয়ার আশা সিরিজের স্মার্টফোন তৈরিও বন্ধ করে দেবে মাইক্রোসফট।