Daffodil International University
Science & Information Technology => Science Discussion Forum => Topic started by: maruppharm on July 20, 2014, 04:20:27 PM
-
এলজির নতুন স্মার্টফোন এল৭০ বাজারে এসেছে। এর পর্দার মাপ ৪.৫ ইঞ্চি। এটি চলে অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেমে। সাড়ে নয় মিলিমিটার পুরু এ স্মার্টফোনে আছে কোয়ালকমের স্নাপড্রাগন ২০০ চিপসেট, ১.২ গিগাহার্টজ কর্টেক্স এ-৭ প্রসেসর, ৪ গিগাবাইট মেমোরি, ৫ মেগাপিক্সেলের ক্যামেরা ইত্যাদি। সাদা ও কালো দুটি রঙে ফোনটি পাওয়া যাচ্ছে ১৪ হাজার ৯৯০ টাকায়।