Daffodil International University
Science & Information Technology => Science Discussion Forum => Topic started by: maruppharm on July 20, 2014, 04:22:10 PM
-
ফেসবুকের মাধ্যমে যাতে ব্যবসায়ীরা তাঁদের পণ্য আরও বেশি পরিমাণে বিক্রি করতে পারেন সে লক্ষ্যে ‘বাই’ নামে একটি বাটন পরীক্ষা করছে ফেসবুক। গত বৃহস্পতিবার এই বাই বাটনটি নিয়ে পরীক্ষার কথা জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য, বাই বাটনটি ব্যবহার করে ফেসবুক ত্যাগ না করেই কোনো পণ্য সরাসরি কেনা যাবে। কোনো স্পন্সর করা বিজ্ঞাপনের নিচে এই বাটনটি দেখা যাবে যাতে ক্লিক করে সেই পণ্যটি কেনা যাবে। ডেবিট বা ক্রেডিট কার্ডে অর্থ পরিশোধ করা যাবে।
বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, বিজ্ঞাপন ব্যবসায় ফেসবুকের গুরুত্ব দেওয়ার নজির হচ্ছে এই নতুন বাটন পরীক্ষা করে দেখার বিষয়টি।