Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Topic started by: maruppharm on July 20, 2014, 04:31:28 PM

Title: নাসার নতুন যান
Post by: maruppharm on July 20, 2014, 04:31:28 PM
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) গত শনিবার নতুন প্রযুক্তির বিশেষ একটি যান পরীক্ষামূলকভাবে চালিয়েছে। বিজ্ঞানীরা ভবিষ্যতে মঙ্গল গ্রহে চাকতি আকৃতির এ রকম যান পাঠানোর চিন্তাভাবনা করছেন। তবে হাওয়াই দ্বীপপুঞ্জের একটি সামরিক ঘাঁটি থেকে নির্দিষ্ট উচ্চতায় পরীক্ষামূলক উড্ডয়নের পর আকাশযানটি নেমে আসার সময় প্যারাসুটে জট পাকিয়ে প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়ে। টেলিভিশনে ওই পরীক্ষা সরাসরি সম্প্রচার করা হয়। নতুন যানটিতে যুক্ত হয়েছে অবতরণকালীন গতি হ্রাসের বিশেষ প্রযুক্তি। হিলিয়াম গ্যাসভর্তি বেলুন ওই যানকে উড়িয়ে নিয়ে চলে এক লাখ ২০ হাজার ফুট উচ্চতায়। তারপর বেলুন থেকে বিচ্ছিন্ন যানটি রকেট ইঞ্জিনের সহায়তায় শব্দের চেয়ে ৩ দশমিক ৮ গুণ বেশি গতিবেগে এক লাখ ৮০ হাজার ফুট ওপরে উঠে যায়। এএফপি।