Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Topic started by: maruppharm on July 20, 2014, 04:32:58 PM

Title: ঢাকায় নতুন বিএমডব্লিউ উদ্বোধন
Post by: maruppharm on July 20, 2014, 04:32:58 PM
ঢাকায় তৃতীয় প্রজন্মের বিএমডব্লিউ এক্স৫ গাড়ি উদ্বোধন করেছে প্রযুক্তিপণ্য, অটোমোবাইল ও ইলেকট্রনিক পণ্যের বিপণনকারী প্রতিষ্ঠান এক্সিকিউটিভ মোটরস। বিএমডব্লিউ এক্স৫ একটি স্পোর্টস অ্যাকটিভিটি ভেহিকল (এসএভি)।
ঢাকার তেজগাঁও এলাকায় সম্প্রতি নতুন শোরুম উদ্বোধন করেছে এক্সিকিউটিভ মোটরস । এই শোরুমে নতুন বিএমডব্লিউ উদ্বোধন করেছে তারা।
এক্সিকিউটিভ মোটরসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার তেজগাঁও এলাকায় চার হাজার বর্গফুটের বিএমডব্লিউ শোরুমের ডিসপ্লেতে ছয়টি বিএমডব্লিউ রয়েছে। এখানে একটি লাইফ স্টাইল কর্ণারও রয়েছে।
এক্সিকিউটিভ মোটরসের ব্যবস্থাপক দেওয়ান মোহম্মদ সাজিদ আফজাল জানান, বাজারে বিএমডব্লিউ গাড়ির জনপ্রিয়তা বাড়ছে। গ্রাহকদের অভিজ্ঞতা উন্নয়নে এবং এক্ষেত্রে আমাদের গ্রাহকদের সামগ্রিক অভিজ্ঞতা উন্নয়নে এই নতুন শোরুমের উদ্বোধন করা হয়েছে । এই শোরুমে তৃতীয় প্রজন্মের বিএমডব্লিউ এক্স৫ প্রদর্শিত হচ্ছে।