Daffodil International University
Science & Information Technology => Science Discussion Forum => Topic started by: maruppharm on July 20, 2014, 04:37:05 PM
-
ইউরোপের প্রথম কম্পিউটার মে ব্রিজের নির্মাতা হেইঞ্জ জেমানেক ৯৪ বছর বয়সে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় মারা গেছেন। তাঁর বিশ্ববিদ্যালয় ১৬ জুলাই বৃহস্পতিবার মৃত্যুর খবর নিশ্চিত করে।
১৯৫৫ সালে মেইলুফটারল বা মে ব্রিজ প্রসেসরের নকশা তৈরি করে আলোচনার কেন্দ্রে চলে আসেন এই অস্ট্রীয় বিজ্ঞানী। সম্পূর্ণ ট্রানজিস্টর দিয়ে সংযুক্ত প্রথম কম্পিউটারগুলোর অন্যতম ছিল এটি। ৫০০ কোটির বেশি প্রাইম নম্বর হিসাব করতে কম্পিউটারটি এক ঘণ্টার কিছু বেশি সময় নিয়েছিল।প্রায় এক হাজার ১০০ পাউন্ড ওজনের ইউরোপের প্রথম এই কম্পিউটারটির প্রস্থ ছিল প্রায় চার মিটার। ১৯৭৩ সাল থেকে এই কম্পিউটারটি রয়েছে টেকনিক্যাল মিউজিয়াম অব ভিয়েনায়।
১৯২০ সালের ১ জানুয়ারি ভিয়েনায় জন্ম নেওয়া এই স্বপ্নদ্রষ্টা ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশনে কর্মরত ছিলেন। মে ব্রিজ তৈরির পর তিনি অস্ট্রিয়ান কম্পিউটিং সোসাইটি স্থাপন করেন। ২০১৩ সালে গুগল তাঁকে আধুনিক কম্পিউটারের জনকদের একজন হিসেবে স্বীকৃতি দেয়।
—এএফপি অবলম্বনে মেহেদী হাসান