Daffodil International University
Science & Information Technology => Science Discussion Forum => Topic started by: maruppharm on July 20, 2014, 05:50:31 PM
-
অনলাইন আউটসোর্সিংয়ে বর্তমানে সারা বিশ্বের ফ্রিল্যান্সাররা কাজ করছেন। দিনে দিনে বাড়ছে আউটসোর্সিং কাজের পরিধি৷ বর্তমান সময়ের সবচেয়ে বেশি চাহিদা রয়েছে এমন ২০টি কাজের তালিকা সম্প্রতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ব্যবসাবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডার৷ সেরা ২০টি তালিকার মধ্যে শীর্ষে আছে প্যাটেন্ট আইন-সম্পর্কিত কাজ৷ এ কাজের পারিশ্রমিক ঘণ্টায় গড়ে ১১২ দশমিক ২০ ডলার। দ্বিতীয় স্থানে আছে ভয়েস অ্যাক্টিং (ঘণ্টায় ৭২ দশমিক ৭০ ডলার) এবং তিন নম্বরে রয়েছে রুবি প্রোগ্রামিং (৬২ ডলার)।
সেরা ২০-এর তালিকায় থাকা অন্য কাজগুলো হলো: স্টার্স্টআপ কনসাল্টিং (৫৪ ডলার), গুগল ওয়েবসাইট অপটিমাইজার (৫৩ দশমিক ৮০ ডলার), ইনভেস্টমেন্ট রিসার্চ (৫৩ দশমিক ২০ ডলার), নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন (৫১ দশমিক ১০ ডলার), পরিসংখ্যানগত বিশ্লেষণ (৪৯ দশমিক ৬০ ডলার), আমাজন ওয়েব সার্ভিস (৪৯ দশমিক ৪০ ডলার), আইনি লেখা (৪৯ দশমিক ২০ ডলার), ডেটাবেইস উন্নয়ন (৪৭ দশমিক ৬০ ডলার), পাইথন প্রোগ্রামিং (৪৫ দশমিক ৮০ ডলার), ডিজাঙ্গো ফ্রেমওয়ার্ক উন্নয়ন (৪৫ দশমিক ৭০ ডলার), ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইন (৪৩ দশমিক ৬৮ ডলার), ইন্টারনেট নিরাপত্তা (৪১ দশমিক ৬০ ডলার), সেলসফোর্স অ্যাপ তৈরি (৪১ দশমিক ২০ ডলার), লেবেল ও প্যাকেজ ডিজাইন (৪০ দশমিক ৯০ ডলার), অ্যানিমেশন (৩৫ দশমিক ৯০ ডলার), সার্চ ইঞ্জিন বিপণন (৩৪ দশমিক ৯০ ডলার) এবং মোবাইল অ্যাপ টেস্টিং (৩২ দশমিক ৯০ ডলার)।
আউটসোর্সিং কাজ দেওয়া-নেওয়ার জায়গা ইল্যান্স-ওডেস্কের প্রধান নির্বাহী ফ্যাবিও রোসাটি বলেন, কাজের ব্যাপ্তি এমনভাবে বাড়ছে, যা দেখে সহজেই বলা যায় অনলাইনে করা যায় এমন কাজের চাহিদা দারুণ। চলতি বছরেই যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৫০ কোটি ডলারের কাজ বিভিন্ন দেশের ফ্রিল্যান্সারদের দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে৷ প্রতিবছর প্রায় ২৭ লাখ কাজ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ছাড়া হয়। ইল্যান্স-ওডেস্কের তথ্য অনুযায়ী গত পাঁচ বছরে ফ্রিল্যান্সারদের আয় বেড়েছে ৫০ শতাংশের বেশি।