Daffodil International University
General Category => Common Forum => Topic started by: M H Parvez on July 21, 2014, 05:35:54 PM
-
ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিলে একজন আদর্শ ক্লায়েন্ট হয়ে ওঠা প্রয়োজন। অর্থের লেন-দেন সুষ্ঠু থাকলে ক্রেডিট স্কোর বেড়ে যায়। আর স্কোর বাড়লে ব্যাংক থেকে অন্যান্য সুবিধাসহ ঋণ নিতে পারবেন খুব সহজে। তাই একজন আদর্শ ক্রেডিট গ্রহীতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে নিন সাতটি পরামর্শ।
১. শুধু ক্রেডিট কার্ডের ওপর ভরসা নয় :
শুধুমাত্র ক্রেডিট কার্ড থাকলেই হবে না। এর যোগ করতে হবে কয়েকটি অ্যাকাউন্ট। শুধু ক্রেডিট কার্ডের মাধ্যমে আদর্শ লেনদেনের মাধ্যমে ভালো স্কোর পাওয়াটা দুষ্কর। তাই কয়েক ধরনের অ্যাকাউন্ট থাকলে এবং তা সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করতে পারলে ব্যাংক বুঝতে পারে যে আপনি সংশ্লিষ্ট কাজে দক্ষ।
২. ক্রেডিট বিল দেরিতে পরিশোধ নয় :
আদর্শ ক্লায়েন্টরা ক্রেডিট কার্ডের বিল কখনো দেরিতে পরিশোধ করেন না। এমনকি নির্দিষ্ট বিলের দিনের জন্য অপেক্ষা করেন না তারা এবং এ বিষয়টি ব্যাংক নজরে রাখে।
৩. কার্ড ব্যবহার বন্ধ করা যাবে না :
অনেক মানুষ কিছুদিন ক্রেডিট কার্ড ব্যবহার করে অর্থ পরিশোধ করে বা না করতে পেরে ব্যবহার বন্ধ করে দেন। এটি সমাধান নয় এবং ব্যাংককে অর্থ পরিশোধ করতেই হবে। তাই ক্রেডিট কার্ড ব্যবহার বন্ধ করে দিলে ব্যাংক এসব অ্যাকাউন্টকে অকার্যকর অ্যাকাউন্ট হিসেবে গণ্য করবে।
৪. ক্রেডিট লিমিট বাড়লে সমস্যা নেই :
অনেক ক্লায়েন্টকে ব্যাংক ক্রেডিট লিমিট বাড়িয়ে দেন। তখন একটি সুযোগ থাকে বাড়তি লিমিট না নেওয়ার। মূলত লিমিট বাড়লে তাকে স্কোরের কোনো সমস্যা হয় না। আবার এর জন্য বেশি অর্থও পরিশোধ করতে হয় না। বরং তা আপনার জন্য উপকারী।
৫. অতিরিক্ত খুচরা ক্রয় নয় :
মাত্র ১০ শতাংশ ছাড়ের জন্য অতিরিক্ত খুচরা ক্রয়ে শেষ পর্যন্ত ক্রেডিট লিমিট কমিয়ে দেয়। কারণ প্রতিটি ক্রয়ের ইনকোয়ারি যখন ব্যাংক করবে, তখন স্কোর কমে যেতে পারে। তাই অতিরিক্ত খুচরা ক্রয় থেকে বিরত থাকেন আদর্শ ক্লায়েন্টরা।
৬. ক্রেডিট মনিটরিং-কে অগ্রাহ্য নয় :
যদি ক্রেডিট কার্ড নিয়ে আপনার লেন-দেন ভালো না হয়, তবে ব্যাংক তা নিয়ে মাঝে মধ্যে মনিটরিং করবে। এ কাজকে এড়িয়ে গেলে আরো বিপদ। যারা ক্রেডট কার্ড সুষ্ঠুভাবে পরিচালনা করেন তারা নিজেরাই বছরে একবার হলেও ক্রেডট রিপোর্ট দেখে নেন।
৭. ক্রেডিট কার্ড ধার দেওয়ার জন্য নয় :
ক্রেডিট কার্ডটি নিজের ব্যবহারের জন্য, আত্মীয়-স্বজনদের ধার দেওয়ার জন্য নয়। কার্ড হারিয়ে গেলে বা অনিয়ন্ত্রিত ব্যবহার হলে গোটা ঝামেলা আপনার ওপরেই এসে পড়বে। তাই অন্যের হাতে ক্রেডিট কার্ড তুলে দেবেন না।
সূত্র : ইন্টারনেট