Daffodil International University

IT Help Desk => Open Source Forum => Topic started by: BRE SALAM SONY on August 31, 2010, 05:25:36 PM

Title: LEARN WORD PRESS
Post by: BRE SALAM SONY on August 31, 2010, 05:25:36 PM
বর্তমান বিশ্বে ব্লগিং এর জোয়ার বইছে। আমাদের দেশেও এ হাওয়া ভালভাবেই লেগেছে। ইন্টারনেটে বেশ কিছু দিনের হাঁটাচলা এমন অনেকেরই ব্লগ আছে। আর বাকিদের প্রায় সবারই আছে ব্লগ করার ইচ্ছা। কিন্তু অনেকেই ভাবেন ব্লগ তৈরি করার হয়তো কঠিন কাজ। এর জন্য প্রোগ্রামিং জানতে হবে! কিন্তু আসলে বিষয়টি এতটা কঠিন নয়। ইন্টারনেটের প্রচুর ম্যাটারিয়াল আছে যেগুলো পড়ে সহজেই ব্লগ তৈরি করা যেতে পারে। আবার আছে ফ্রি ব্লগ হোস্টিং। যেমন: wordpress.com, blogspot.com ইত্যাদি। এসব সাইটতে তো ব্লগিং করা জলভাত।

ইন্টারনেটে পড়ার অনেক উপকরণ থাকলেও সবচেয়ে বড় কয়েকটি অসুবিধা হল:
১. অনেকের জন্যই স্ক্রীনে পড়াটা সুখকর নয়!
২. অনেক সময়ই প্রয়োজনের তুলনায় অনেক বেশি তথ্য থাকে যার মধ্যে আবার অনেক তথ্য অপ্রয়োজনীয়!
৩. বেশির ভাগ সময়ই এগুলো কোন ধারাবাহিকতা অনুসরণ করে না।

এই অসুবিধাগুলো চিন্তা করেই বই পড়া ভাল।

ব্লগিং এর জন্য ওয়ার্ডপ্রেস বিশ্বে একটি পরিচিত নাম। আর হাসিন হায়দার নামটাও বিশ্বের অনেকের কাছে পরিচিত ও জনপ্রিয়। ওয়ার্ডপ্রেসে ব্লগিং নিয়ে হাসিন হায়দার লিখেছেন WordPress Complete নামক বইটি যার প্রকাশক হল Packt Publishing. এই বইটি অত্যন্ত সুন্দর ও প্রাঞ্জল ভাষায় ওয়ার্ডপ্রেসে ব্লগিং এর বিস্তারিত আলোচনা করেছেন।

এই বইয়ের প্রথম দিকের ব্লগিং এর ইতিহাস ও বিভিন্ন ব্লগ সফট্য়্যার/সাইটের আলোচনা আমার কাছে চম?কার লেগেছে। এছাড়াও লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা,ওয়ার্ডপ্রেসকে বিভিন্নভাবে কাস্টমাইজ করা, পূর্ণ সিএমএস তৈরি, সিন্ডিকেশনসহ অন্যান্য এডভান্স বিষয়ও আলোচিত হয়েছে।

এই বইয়ের আরেকটা উল্লেখযোগ্য দিক হল, বইটিতে প্রচুর স্ক্রিণশট দেয়া আছে। ফলে কেউ পড়ে বুঝতে না পারলেও ছবি দেখে তা অনায়াসে করতে পারবে। তবে এর সরল বর্ণনাভঙ্গিতে কারও বুঝতে অসুবিধা হবে না।

বইটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে: http://www.packtpub.com/wordpress/book
Title: Re: LEARN WORD PRESS
Post by: Bijoy on September 16, 2010, 10:45:40 PM
Thank You for your post...
Title: Re: LEARN WORD PRESS
Post by: forhad on November 04, 2010, 03:31:41 PM
Why lab PCs have not support for bangla? WTF!
Title: Re: LEARN WORD PRESS
Post by: shohel on November 25, 2010, 02:42:34 PM
very essential and time demand post............thanks a lot.






sohel