Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: mahmud_eee on August 03, 2014, 11:44:28 AM

Title: ইউএসবি ডিভাইস আর নিরাপদ নয়
Post by: mahmud_eee on August 03, 2014, 11:44:28 AM
(প্রিয় টেক) এবার হ্যাকারদের নিয়ন্ত্রণ এতটাই শক্তিশালী পর্যায়ে পৌছেঁছে যে, যদি কেউ আক্রান্ত ইউএসবি স্টিক কম্পিউটারে সংযুক্ত করেন তাহলে কম্পিউটারটি এমন ধরনের ভাইরাসে আক্রান্ত হবে যার থেকে কখনই মুক্তি পাওয়া সম্ভব হবে না। এবং বিষয়টি থেকে যাবে ব্যবহারকারীর অগোচরে।

রিপোর্টটি প্রকাশের পর থেকে কম্পিউটার ব্যবহারকারীরা আতংকিত। হবেই বা না কেন? আপনি একটি পেন ড্রাইভ কিনে আনলেন, এনেই লাগিয়ে দিলেন আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপের ইউএসবি পোর্টে। যদি সেই পেনড্রাইভ এই বিশেষ ভাইরাসে ইনফেক্টেড হয়ে থাকে তাহলে কেমন দাড়াবে বিষয়টা ? আপনার জানার কোনো উপায় নেই। আর একারণেই ব্যবহারকারীরা আতংকিত।
ভাইরাসটি যে কোন উপায়ে ইউএসবি স্টিক/পেন ড্রাইভ/ফ্ল্যাশ ড্রাইভে প্রবেশ করানো হয়। যখন সেই ইউএসবি ড্রাইভ কম্পিউটারের ইউএসবি পোর্টে সংযুক্ত করা হয় তখনই এটি কম্পিউটারের নিয়ন্ত্রণ দিয়ে দেয় থার্ড পার্টির কাছে যা ব্যবহারকারী ঘুনাক্ষরেও টের পাবে না। এই সিকিউরিটি ত্রুটি অন্যান্য ডিভাইসেও ছড়িয়ে পড়েছে যেগুলো ইউএসবি পোর্ট ব্যবহার করে। যেমন: কীবোর্ড, মাউস এবং মোবাইল ডিভাইস। গবেষকরা বলছেন ইন্টেলিজেন্স সার্ভিসের সাথে ভাইরাসটির লিঙ্ক থাকতে পারে।
এই Stealth ভাইরাসটি সর্বপ্রথম নজরে আসে কার্স্টেন নোহাল এর যিনি সিকিউরিটি রিসার্চ ল্যাবের একজন বিজ্ঞানী। তার সাথে ছিলেন একজন গবেষক জ্যাকব লেল। তারা ইউএসবি ডিভাইসের ফার্মওয়্যারে রিভার্স ইঞ্জিনিয়ারিং চালিয়ে এই নিরাপত্তা ত্রুটি উদঘাটন করেন। তারা নিশ্চিত করে বলেছেন এসকল ইউএসবি কন্ট্রোলার চিপগুলো এই ভাইরাস কোনোভাবেই প্রতিরোধ করতে সক্ষম নয়।