Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Internet Technology => Topic started by: maruppharm on August 03, 2014, 12:16:37 PM

Title: নতুন বহনযোগ্য হার্ডডিস্ক
Post by: maruppharm on August 03, 2014, 12:16:37 PM
তোশিবা ক্যানভিও স্লিম টু ৩.০ মডেলের ১ টেরাবাইট তথ্য ধারণক্ষমতার হার্ডডিস্ক ড্রাইভ পাওয়া যাচ্ছে। এটি প্রতি সেকেন্ডে ৫ গিগাবিট গতিতে তথ্য আদান-প্রদান করতে পারে। এই হার্ডড্রাইভে রয়েছে পাসওয়ার্ড নিরাপত্তা, স্বয়ংক্রিয় ব্যাকআপ ইত্যাদি সুবিধা। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ এর দাম সাত হাজার টাকা। এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।