Daffodil International University
General Category => Common Forum => Topic started by: Milad alam on August 05, 2014, 10:08:26 AM
-
এ যেন যুদ্ধ নয়
শয়তানেরই তাণ্ডব লীলা
নেই কোন মায়ার চিহ্ন
এই দস্যুদের
ওরা কাপুরুষ
ওরা এক রাশ ভীতুর দল
তাইতো এরুপ আড়ালে আড়ালে
যুদ্ধের বীজ ছিটায়
বোঝে নাক ওরা
রক্তের মূল্য
সন্তান হারানোর যন্ত্রণা
নেই ভয় নেই ভয়
পরলোকের প্রতি
আসবে ভবে
এমনি একদিন
যেদিন ভবে রবে নাক
কোন কূল
বুঝবে সেদিন
কি যাতনা বিষে
তোমরাদিয়েছিলে
তাদের তরে
কাদবে সেদিন তোমরা
আপন কৃতকর্মের জন্য
যখন আকুল আবেদন করেও
পাবে নাক কোন ভরসার চিহ্ন
হে পরম করুণাময় খোদা
রক্ষা কর তাদের
এই দোপাআলা
মানুষরূপি পশুদের
থাবা থেকে
হত যদি এরা মানুষ
কভু করত না এরূপ ভুল
হে খোদা
দেও হিদায়াত এই নরপশুদের
নয়ত তুমি উঠিয়ে
নাও এই শয়তানদের
এই সুন্দর ধরা থেকে
হে আল্লাহ গাজায় বসবাসরত মানুষদের তুমি রক্ষা কর আর শান্তি স্থাপন কর সেখানে...।।
-
Sometimes it needed!! but not always
Better to deal with humanity