Daffodil International University
Science & Information Technology => Science Discussion Forum => Latest Technology => Topic started by: maruppharm on August 05, 2014, 12:51:14 PM
-
গুগলের হোমপেজে আজ যাঁরা গিয়েছেন নিশ্চয়ই খুব পরিচিত একটি মুখের ছবি আপনাদের চোখে পড়েছে। খুব কম বয়সী ছবি হলেও কিংবদন্তী, সব্যসাচী শিল্পী কিশোর কুমারকে না চেনার কথা নয়। গুগল আজ উপমহাদেশের এই কিংবদন্তী শিল্পীর ৮৫ তম জন্মদিন উপলক্ষে এই ডুডল প্রদর্শন করছে।
গুগলের আজকের ডুডল একটু খেয়াল করলে দেখবেন, ডুডলে শিল্পী, অভিনেতা, গীতিকার ও সুরকার কিশোর কুমারের এই চারটি গুণের বিষয়টিকে প্রাধান্য দিয়েই তৈরি হয়েছে ডুডলটি। কিশোর কুমারকে শ্রদ্ধা জানাতে ডুডলের চার কোণায় ছোট ছোট চারটি আইকন দেওয়া হয়েছে। আর গুগল লেখার মধ্যে কিশোর কুমারের ছবিটিকে বসানো হয়েছে।
বিভিন্ন বিখ্যাত ব্যক্তিবর্গ বা ঐতিহাসিক দিনকে স্মরণ করার জন্য গুগল তাদের হোমপেজে ডুডল তৈরি করে থাকে। আজ সোমবার ডুডলের মাধ্যমে শিল্পী কিশোর কুমারকে শ্রদ্ধা জানাল গুগল।
১৯২৯ সালের ৪ আগস্ট জন্ম হয় তাঁর। ১৯৮৭ সালের ১৩ অক্টোবর মারা যান সব্যসাচী এই শিল্পী।