Daffodil International University
Science & Information Technology => Science Discussion Forum => Latest Technology => Topic started by: maruppharm on August 05, 2014, 12:52:04 PM
-
আফ্রিকার দেশগুলোতে বিনা মূল্যে ফেসবুক ব্যবহারের সুযোগ দিতে তৈরি করা হয়েছে বিশেষ অ্যাপ্লিকেশন (অ্যাপ)। সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক কর্তৃপক্ষ বিশেষ মোবাইল অ্যাপটি তৈরি করেছে। মূলত উন্নয়নশীল বিভিন্ন দেশ, যেসব দেশের মানুষ ইন্টারনেট ব্যবহার থেকে বঞ্চিত তাদের সহজে বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইন্টারনেট ডট অর্গ নামের এ উদ্যোগের অংশ হিসেবে ফেসবুকের এ মোবাইল অ্যাপটি শুরুতেই জাম্বিয়ার জন্য চালু হয়েছে। এ অ্যাপের সাহায্যে ব্যবহারকারীরা স্বাস্থ্য, চাকরি ও সাধারণ যেসব সেবা প্রয়োজন সেগুলোও পাবেন বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করে। পুরো এ উদ্যোগে ফেসবুক ছাড়াও রয়েছে আকুওয়েদার, এয়ারটেল, ইজিলাইব্রেরি, ফ্যাক্টস ফর লাইফ, গুগল সার্চ, গো জাম্বিয়া জবস, কোকোলিকো, মোবাইল অ্যালায়েন্স ফর ম্যাটার্নাল অ্যাকশন (ম্যামস), মেসেঞ্জার, উইকিপিডিয়া, ওমেনস রাইট অ্যাপস এবং জাম্বিয়া ইউরিপোর্ট।
ফেসবুক জানিয়েছে, বিনা মূল্যের ইন্টারনেট ব্যবহারের সুবিধার্থে তৈরি এ বিশেষ অ্যাপের সাহায্যে সাধারণ ব্যবহারকারীরা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ নিজের আনুষ্ঠানিক পেজে জানিয়েছেন, বর্তমানে জাম্বিয়ার মাত্র ১৫ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। আশা করছি আমাদের অ্যাপ ব্যবহারের মাধ্যমে এ সংখ্যা দ্রুত বাড়বে।
গত বছর চালু হওয়া ইন্টারনেট ডট অর্গ প্রকল্পের মূল উদ্যোগে যুক্ত আছে ফেসবুক, এরিকসন, মিডিয়াটেক, নকিয়া, অপেরা, কোয়ালকম ও স্যামসাংয়ের মতো বিশ্বখ্যাত সব প্রযুক্তি প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশে যেখানে এখনো ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই সেসব দেশে সহজে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছিল। এ উদ্যোগে যুক্ত প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে বড় অঙ্কের অর্থও এ প্রকল্পে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে। বর্তমানে ইন্টারনেট ডট অর্গ অ্যাপটি জাম্বিয়ার এয়ারটেল মোবাইল ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। গুগল প্লে স্টোর ও ফেসবুক থেকে এ অ্যাপটি পাওয়া যাবে।
—দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম