Daffodil International University
Entertainment & Discussions => Animals and Pets => Topic started by: rumman on August 06, 2014, 01:21:35 PM
-
(http://www.dailykalerkantho.com/assets/images/news_images/print/2014/08/06/12_113988.jpg)
পৃথিবীতে উড়তে সক্ষম একমাত্র স্তন্যপায়ী প্রাণী বাদুড়কে আমরা চিনি মূলত ফলখেকো ‘মহাক্ষতিকর’ প্রাণী হিসেবে। মৌসুমি ফলচাষিদের রাতের ঘুম কেড়ে নেওয়া এক প্রাণীও বটে বাদুড়। এদের হাত থেকে ফল রক্ষায় রীতিমতো রাতভর পাহারা বসাতে হয় ফলের বাগানে। প্রকৃতিতে বাদুড়ের ক্ষতি বা বিরক্তি বলতে এটুকুই। কিন্তু প্রকৃতপক্ষে বাদুড় পরিবেশ-প্রতিবেশের ভারসাম্য রক্ষাকারী এমন এক মহা-উপকারী প্রাণী, যারা না থাকলে মানুষের খাদ্যশৃঙ্খল (ফুড চেইন) ভেঙে পড়বে, ক্ষতিকর পতঙ্গে ভরে যাবে পৃথিবী। বিজ্ঞানীরা জানিয়েছেন, এমন এক উপকারী প্রাণীর নতুন আরেকটি প্রজাতির সন্ধান পাওয়া গেছে পৃথিবীতে।
দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার সাভান্না এলাকায় এই নতুন প্রজাতির বাদুড়ের সন্ধান পাওয়া গেছে। আবিষ্কৃত প্রজাতিটি ইঁদুর-কানওয়ালা মায়োটিস বাদুড়ের অন্তর্ভুক্ত। বিজ্ঞানীরা এই বাদুড় প্রজাতির নাম দিয়েছেন ‘মায়োটিস মিডাস্ট্যাকটাস’। এর আগে বলিভিয়ায় ‘মায়োটিস সিমাস’ নামে প্রায় একই রকম একটি প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছিল। বিজ্ঞানীরা জানান, ব্যাপক অনুসন্ধান ও গবেষণায় দেখা গেছে, নতুন আবিষ্কৃত বাদুড় প্রজাতিটির বসবাস কেবল বলিভিয়াতেই আছে। এর সবচেয়ে আলাদা বৈশিষ্ট্য হলো, এর গায়ের রং সোনালি-হলুদ, আকারে খুব ছোট ও দেহে উলের মতো ঘন লোম।
বিজ্ঞানীদের মতে, নতুন প্রজাতির বাদুড় প্রজাতির অদ্বিতীয় বৈশিষ্ট্য হলো এর গায়ের রঙের উজ্জ্বলতা। ইঁদুর-কানওয়ালা বাদুড়ের মধ্যে এটা এক অনন্য বৈশিষ্ট্য। গ্রিক কিংবদন্তি রাজা মিডাস ও তাঁর সোনালি স্পর্শের দিক বিবেচনা করে নতুন প্রজাতিটির নাম দেওয়া হয়েছে মিডাস্ট্যাকটাস।
পৃথিবীতে ১২০০-র বেশি বাদুড় প্রজাতি রয়েছে। এর মধ্যে ইঁদুর-কানওয়ালা বাদুড় তথা মায়োটিস বাদুড়েরই শতাধিক প্রজাতি রয়েছে। নতুন আবিষ্কৃত মিডাস্ট্যাকটাস বাদুড়টি পতঙ্গভোগী। নতুন আবিষ্কৃত বাদুড়টি দিনের বেলায় মাটির নিচে কোনো গর্তে, গাছের খোঁড়লে অথবা বাড়িঘরের ছাদের কোনো অন্ধকার আড়ালে এরা বসবাস করে। প্রসঙ্গত, পৃথিবীতে যত বাদুড় রয়েছে, এর ৭০ শতাংশই পতঙ্গভোগী এবং উদ্ভিদজগতে পরাগায়নে রয়েছে এর বিশাল ভূমিকা।
ব্রাজিলের রিও ডি জেনেরিওর ওসওয়ালদো ক্রুজ ফাউন্ডেশন এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্মিথসোনিয়ান ইনস্টিটিউটের প্রাণিবিজ্ঞানীরা এই নতুন প্রজাতির বাদুড় আবিষ্কার করেন। প্রজাতিটির আবিষ্কার ও বৈশিষ্ট্য নিয়ে তাঁরা সম্প্রতি ‘জার্নাল অব ম্যামলজি’ সাময়িকীতে বিস্তারিত তুলে ধরেছেন। সূত্র : বিবিসি অনলাইন।