Daffodil International University
IT Help Desk => One in all PC tips => Topic started by: Md. Nurul Islam on August 07, 2014, 11:00:27 AM
-
কম ক্ষতিকর কিন্তু অত্যন্ত বিরক্তিকর ভাইরাস ছড়ানোর সবচেয়ে সহজ ও সচরাচর মাধ্যম হলো পেনড্রাইভ। এ জন্য পিসিতে খুব সাবধানে এ ডিভাইসটি ব্যবহার করা উচিৎ। তবে আপনার পিসিটি যদি অন্যকে ব্যবহারের অনুমতি দিয়ে রাখেন তাহলে অসাবধান ব্যবহারকারীর হাতে ভাইসরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। এ কারণে কম্পিউটারের পেনড্রাইভ ব্লক করে রাখাই ভালো।
এ কাজটি আপনি খুব সহজেই করতে পারেন। এটা করলে আপনার পিসিতে পেনড্রাইভ লাগালেও তা শো করবে না।
যা করবেন
১. Start এ গিয়ে Run এ যান এবং regedit লিখে এন্টার করুন
২. HKEY_LOCAL_MACHINE–>System–>Current Control Set–>Services–>USBSTOR
এ যানpendrive01 পিসিতে কীভাবে ব্লক করবেন পেনড্রাইভ পিসিতে কীভাবে ব্লক করবেন পেনড্রাইভ pendrive01
৩. Start ওপেন করে ভ্যালু ৩ থাকলে ৪ করে দিন।
ব্যস পেনড্রাইভ ব্লক হয়ে গেল। আবার পেনড্রাইভ ব্যবহার করতে চাইলে ভ্যালুটা আবার ৩ করে দিলেই হবে।