Daffodil International University
Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: mahmud_eee on August 09, 2014, 12:02:22 AM
-
স্মরণকালের সবচেয়ে বড় হ্যাকিং!
আব্দুল্লাহ জায়েদ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চার লাখেরও বেশি ওয়েবসাইট থেকে ব্যবহারকারীদের ৫০ কোটি ইমেইল অ্যাড্রেস সংশ্লিষ্ট ১শ’ ২০ কোটি ইউজারনেইম ও পাসওয়ার্ড চুরি করে নিয়েছে রাশিয়ান হ্যাকাররা। মার্কিন সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান হোল্ড সিকিউরিটি-এর মতে ‘স্মরণকালের সবচেয়ে বড়’ হ্যাকিংয়ের ঘটনা এটি।
বিবিসি জানিয়েছে, রাশিয়ান হ্যাকারদের এই সাইবার আক্রমণের ঘটনা প্রথম উন্মোচন করে ‘হোল্ড সিকিউরিটি’। প্রতিষ্ঠানটির প্রতিবেদন অনুযায়ী, আক্রমণের শিকার হয়েছে বিশ্বের প্রায় সব শিল্পক্ষেত্রের শীর্ষ ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো।
“ওরা কেবল বড় প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করেনি। বরং হ্যাকিংয়ে আক্রান্তরা যে ওয়েবসাইটগুলো ব্যবহার করেছেন, হ্যাকিংয়ের শিকার হয়েছে সেগুলোও।”
প্রতিষ্ঠানটির প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার হ্যাকারদের ওই সাইবার আক্রমণের শিকার হয়েছে ৪ লাখ ২০ হাজারেরও বেশি ওয়েবসাইট। এর মধ্যে ব্যক্তিগত আর ছোট ওয়েবসাইটগুলোও রয়েছে।
মার্কিন দৈনিক পত্রিকা নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হোল্ড সিকিউরিটির সঙ্গে সংশ্লিষ্ট গবেষকরাও নিশ্চিত করেছেন ওই হ্যাকিংয়ের ঘটনা। বড় প্রতিষ্ঠানগুলো এ ব্যাপারে অবহিত আছে বলেও জানিয়েছে মার্কিন পত্রিকাটি।
হোল্ড সিকিউরিটি জানিয়েছে রাশিয়ান হ্যাকারদের দলটি প্রাথমিক ডেটাবেইজ সংগ্রহ করেছিল হ্যাকারদের কালোবাজার থেকে। “ওই ডেটাবেইজ ব্যবহার করেই ই-মেইল সেবাদাতা, সোশাল মিডিয়া এবং অন্যান্য সাইট হ্যাক করে ছড়ানো হয়েছে ম্যালওয়্যার ও স্প্যাম।”-- জানিয়েছে হোল্ড সিকিউরিটি।