Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: mahmud_eee on August 09, 2014, 12:03:21 AM

Title: মঙ্গলে অক্সিজেন তৈরি করবে ‘মার্স ২০২০’
Post by: mahmud_eee on August 09, 2014, 12:03:21 AM
মঙ্গলপৃষ্ঠে অক্সিজেন তৈরির চেষ্টা করবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পরবর্তী মার্স রোভার ‘মার্স ২০২০’। ২০২১ সাল নাগাদ রোভারটি মঙ্গলে অবতরণ করবে।


এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রোভারটি মোট সাতটি বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট নিয়ে রওনা হবে।

ভবিষ্যতে মানুষ যেন বিভিন্ন মিশন নিয়ে গ্রহটিতে যেতে পারে সে লক্ষ্যেই রোভারটিকে মঙ্গলে পাঠানো হচ্ছে। পাশাপাশি মঙ্গলে বিজ্ঞানভিত্তিক প্রজেক্টের পাশাপাশি গ্রহটিতে প্রাণের অস্তিত্বের প্রমাণ খুঁজবে এবং ভবিষ্যতে পৃথিবীতে নিয়ে আসার জন্য নানাবিধ নমুনা সংগ্রহ করবে বলে জানিয়েছে বিবিসি।

বিবিসি’র তথ্য অনুসারে, প্রজেক্টগুলোর মধ্যে নতুন একটি ডিভাইস থাকবে যা মঙ্গলের বাতাসের কার্বন-ডাই-অক্সাইড অক্সিজেনে পরিণত করবে। যা পরে মানুষের জীবন রক্ষার্থে বা মিশন থেকে ফিরে আসতে রকেট ফুয়েল তৈরিতে সাহায্য করবে। এছাড়া রোভারটিতে দুটি ক্যামেরা এবং একটি পরীক্ষামূলক ‘ওয়েদার স্টেশন’ থাকবে। আগের রোভার কিওরিসিটির সঙ্গে অনেকটা মিল রেখেই একশ নব্বই কোটি ডলার ব্যয়ে নির্মাণ করা হচ্ছে এক টন ওজনের এই যানটি।

মঙ্গলে অক্সিজেন উৎপাদনের এই প্রচেষ্টা, রকেট ফুয়েল পাঠানোর খরচ কমিয়ে আনতে সাহায্য করবে এমনটাই প্রত্যাশা করা হচ্ছে।