Daffodil International University
General Category => Common Forum => Topic started by: Milad alam on August 10, 2014, 09:19:43 AM
-
তুমি সকাল বেলার প্রান
তুমি না থাকলে হয়তো
সকালটা এত মধুর
লাগত না
তুমি সকাল বেলার পাখি
যার মধুর ধ্বনি না শুনলে
আমার ঘুম ভাঙ্গে না
যার কিচিরমিচির না
শুনলে প্রানেতে কোন
স্পন্দন পাই না
তুমি সকাল বেলার সূর্যকিরণ
যার আলো মুখে না লাগলে
অলসতা কাতে না
যে আলো চোখতে না লাগলে
সপ্ন যে দেখে না
তুমি কোন সপ্নপুরির রাজকন্যা নও
নও তুমি কোন ভিন গ্রহের অবিভাসিনি
তুমি হলে গিয়ে শুধু
সকাল বেলায় ঘাসের ডগায়
এক ফোঁটা শিশির বিন্দু
যার মলিন পরশ
আমার পদতলে যেন
সজিবতার সঞ্চার ঘতায়
যে সজীবতা যেন
হাজার মন্ত্র সাধনা নিয়ে
অর্জন করা সম্ভব নয়
অর্জন করা যায় শুধুই
সকাল বেলাতে
ঘাসের ডগাতে একটু পা সিক্ত করলে...............।।