Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: Kazi Taufiqur Rahman on August 10, 2014, 05:33:49 PM
-
জিআরই নিয়ে মোটামোটি গবেষণা করে ফেলেছেন এবং কিছুদিন পরেই টেস্ট দিতে যাচ্ছেন এমন অনেকেই আছেন অ্যানালাইটিক্যাল রাইটিং-এর ব্যাপারে অজ্ঞ পর্যায়ের। কারন একটাই গুরুত্ব না দেয়া। বেশীরভাগ টেস্ট টেকার এই ব্যাপারটাকে পাত্তাই দেয়না। ফলাফলস্বরূপ যা হবার তাই হয়। টেস্ট ডেটের কয়েকদিন আগে এসে এটা নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়। কিন্তু তখন আর বিশেষ কোন লাভ হয়না। সতুরাং আগে থেকেই সাবধান হয়ে যান। প্রথম থেকেই ধরে নিন জিআরই পরীক্ষায় তিনটা পার্ট (দুইটা না!!) এবং এই অংশের স্কোরটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ।
কিভাবে প্রস্তুতি নিবেন? এই প্রশ্নটার কোন স্পেসিফিক উত্তর দেয়া সম্ভব নয়। কারন রাইটিং স্কিল বাড়ানোটা দীর্ঘ একটা প্রক্রিয়া। আপনি ছোট বেলা থেকে ইংরেজি পড়ছেন, বলছেন এবং লিখছেন। সহজাতভাবেই আপনার একটা নির্দিষ্ট লেভেলের রাইটিং স্কিল আছে। এই লেভেল থেকে উচ্চ লেভেলে যেতে চাইলে অনেক প্র্যাকটিস করার দরকার। তবে আপনার রাইটিং স্কিল অনুযায়ী স্কোর পেতে হলেও কিছু প্র্যাকটিসের দরকার আছে। আমি আমার এই লেখায় “কিছু প্র্যাকটিস” টাকেই প্রাধান্য দিব।
প্রথমতঃ ETS OG –এর শুরুর দিকে বিভিন্ন স্কোর লেভেলের রাইটিং-এর এক্সাম্পল দেয়া আছে এবং সাথে পরীক্ষকের মন্তব্যও দেয়া আছে। এই অংশটা মনোযোগ দিয়ে পড়ে ফেলুন। বিশেষ করে পরীক্ষকের মন্তব্য অতি যত্ন সহকারে পড়ুন। এখান থেকে ধারনা পাবেন আপনার লেখার কোন কোন দিক পরীক্ষক অতি গুরুত্তের সাথে বিবেচনা করবেন। পরীক্ষকের চাহিদা বুঝতে পারলে তার চাহিদা মেটানো অনেকাংশেই সহজ হয়ে যাবে।
দ্বিতীয়তঃ http://www.majortests.com/gre/issue.php এবং http://www.majortests.com/gre/argument.php এই লিঙ্ক দুইটায় গিয়ে কিভাবে রচনা লিখবেন অথবা রচনার মধ্যে প্যারাগ্রাফিং কিভাবে করবেন বুঝতে চেষ্টা করুন।
-
This is helpful for those who will want to higher study.
-
this is very informative indeed.
-
Thanks for sharing
-
good sharing...
-
Thanks....
-
thank you!