Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: utpalruet on August 11, 2014, 12:03:56 AM

Title: IELTS লিসেনিং এর জাদু টোনা ও মন্ত্র !...
Post by: utpalruet on August 11, 2014, 12:03:56 AM
আজকে আমি কিছু ব্যাপার নিয়ে আলোচনা করবো। এগুলো শুধু তাদের জন্য যারা IELTS লিসেনিং এর পার্ট ৩ এবং পার্ট ৪ অনেক চেষ্টার পরও পারছেন না। ২-৩ দিন TED TALK শুনতে চেষ্টা করেন এবং http://ielts-simon.com/ielts-help-and-english-pr/ielts-listening/ লিঙ্ক এর সব গুলো টাস্ক হেড ফোন ছাড়া শেষ করতে চেষ্টা করেন !

 

এগুলো করার পর ২-৩ দিন হেড ফোন ছাড়া পার্ট ৩ এবং পার্ট ৪ অনুশীলন করার চেষ্টা করবেন। এক্ষেত্রে যেটা করবেন, পার্ট ৩ এর প্রশ্ন না দেখে পুরো ক্লিপ টা শুনবেন এবং নোট নিবেন। অবশ্যই চেষ্টা করবেন মাথার মধ্যে ইনফর্মেশন গুলো রাখার এবং সাথে সাথে নোট নেয়ার চেষ্টা করবেন। নোট নেয়া এবং মনোযোগ দিয়ে শোনা শেষ হলে, উত্তর পত্র দেখবেন এবং উত্তর দেয়ার চেষ্টা করবেন।

 

এটা খুব কঠিন মনে হলে, আপনি প্রথমে উপরের মতই করবেন কিন্তু ক্লিপ শুরুর আগে প্রশ্ন দেখে নেবেন ৪০ সেকেন্ড এর মত, তারপর প্রশ্ন লুকিয়ে রাখবেন এবং মাথায় রাখবেন আপনাকে কি শুনতে হবে। তারপর পুরোটা শুনবেন এবং উত্তর গুলো নোট হিসেবে লিখবেন । সবার শেষে উত্তরপত্র নিয়ে আপনার নোট এবং মন থেকে অনুমান - এই দুই মিলিয়ে উত্তর লিখুন।

 

এগুলোতে যদি কাজ না হয়, তাহলে একটু অন্যধরনের অনুশীলন করতে পারেন ! TED TALK অথবা BBC ইংরেজি খবর শোনার সময় মনোযোগ বাড়াতে হবে। প্রথমে, হেড ফোন ছাড়া শুনবেন এবং প্রতিটা বাক্য আপনার ব্রেনকে দিয়ে প্রসেস করানো শিখান।যেমন,

(English arose in the Anglo-Saxon kingdoms of England and what is now southeast Scotland)

এটা শুনলেন এবং খুব তাড়াতাড়ি ব্রেন প্রসেস করতে পারে কিনা সেদিকে খেয়াল রাখবেন। পরের লাইন শোনার আগেই আপনি অর্থ উদ্ধার করা শিখান ব্রেনকে।

 

এটা নিয়মিত প্র্যাকটিস এর ব্যাপার ... যদি শব্দ না বোঝেন, সেক্ষেত্রে অনুমান করার চেষ্টা করেন। শেখার জন্য প্রতিদিন ১০-২০ মিনিটের জন্য একটা খেলা খেলার চেষ্টা করেন। খেলার নিয়ম হলঃ লাইন এর অর্থ বুঝতে হবে পরের লাইন শুরুর আগেই ! যখন আপনি পারবেন, খাতাতে একটা দাগ দিবেন এবং না পারলে ক্রস। এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নেন এবং মজা করে করতে থাকুন । খেলা শেষে যদি ক্রস বেশি হয়, তাহলে আপনি হেরে গেলেন।

 

মিলিটারি প্রশিক্ষণ কিন্তু কঠিন হয়, তাই না ? কেন? যাতে, ভবিষ্যতে ভালো করতে পারে । সেইরকম,এই অনুশীলন গুলো আপনার মনোযোগ বাড়াবে যাতে করে আসল পরীক্ষাতে ভাল করতে পারেন। আপনারা, এইরকম কয়দিন অনুশীলন শেষে আবার হেড ফোন দিয়ে, প্রশ্ন দেখে তারপর টেস্ট দিতে থাকবেন এবং পরীক্ষাতে ও আপনি হেড ফোন দিয়ে পরীক্ষা দিবেন !

 
Title: Re: IELTS লিসেনিং এর জাদু টোনা ও মন্ত্র !...
Post by: abdussatter on August 11, 2014, 09:49:10 AM
Very good post.
Title: Re: IELTS লিসেনিং এর জাদু টোনা ও মন্ত্র !...
Post by: Shabnam Sakia on August 12, 2014, 01:42:44 AM
effective post. thanks for sharing
Title: Re: IELTS লিসেনিং এর জাদু টোনা ও মন্ত্র !...
Post by: mahmud_eee on August 12, 2014, 11:43:25 AM
effective post ...
Title: Re: IELTS লিসেনিং এর জাদু টোনা ও মন্ত্র !...
Post by: Kazi Taufiqur Rahman on August 12, 2014, 01:01:40 PM
Good post. Thanks for sharing.