Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Topic started by: mahmud_eee on August 11, 2014, 03:54:23 PM
-
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা নাটকীয়ভাবে কম্পিউটারের সঙ্গে ইউএসবি যন্ত্র, বিশেষ করে পেনড্রাইভের সংযুক্তির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। জার্মানির বার্লিনভিত্তিক দুজন গবেষক কার্সটেন নোল ও জ্যাকব লেল পরীক্ষা করে দেখেছেন, কীভাবে একটি ইউএসবি যন্ত্র ডিভাইস ব্যবহারকারীর অজান্তে কম্পিউটারে ভাইরাস ছড়িয়ে দেয়। তাঁরা আরও বলেন, এই আক্রমণ ঠেকানোর বাস্তব কোনো পথ নেই। কোনো ইউএসবি যন্ত্র যদি খালিও থাকে, সেখানেও ক্ষতিকর ভাইরাস থাকতে পারে, এমনকি ফরম্যাট করা থাকলেও। আর এসব কম্পিউটার ভাইরাস দূর করা খুবই কঠিন।
উল্লেখ্য, ইরানের পরমাণু সেন্ট্রিফিউজগুলোতে স্টাক্সনেট ভাইরাসের আক্রমণ পেনড্রাইভ থেকে হয়েছিল বলে অনেক বিশেষজ্ঞের ধারণা। আকারে ছোট এবং সহজে সংযুক্ত করা যায় বলে ইউএসবি ড্রাইভ কম্পিউটার ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয়। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের ইউএসবি যন্ত্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উত্থাপনের পর কম্পিউটার ব্যবহারকারীদের মাঝে নতুন আতঙ্ক দেখা দিয়েছে।
যুক্তরাজ্যের কম্পিউটারের নিরাপত্তা বিষয়ে পরামর্শদানকারী প্রতিষ্ঠান ফার্স্ট বেস টেকনোলজির একজন নিরাপত্তা বিশেষজ্ঞ মাইক ম্যাকলাফলিন বলেন, কম্পিউটার ব্যবহারকারীদের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। প্রয়োজনে ইউএসবি যন্ত্র ও ইউএসবি ড্রাইভ ব্যবহার করা বাদ দিতে হবে। ইউএসবি ড্রাইভ তৈরির সঙ্গে জড়িতরা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
-
Thanks for this post for awareness.
-
thanks
-
Good post.
-
tnx