Daffodil International University

Entertainment & Discussions => Life Style => Fashion => Topic started by: Rozina Akter on August 11, 2014, 07:06:19 PM

Title: প্রাকৃতিক উপায়ে চুল সুরভিত
Post by: Rozina Akter on August 11, 2014, 07:06:19 PM
লেবু
চুলকে প্রাকৃতিক ভাবে সুরভিত রাখতে চাইলে চুলে ব্যবহার করুন লেবুর রস। লেবুর রসের প্রাকৃতিক সুবাস আপনার চুলকে সব সময়ে রাখবে ফ্রেশ ও সুরভিত। প্রতিদিন গোসলের পরে এক মগ পানিতে কিছুটা লেবুর রস চিপে নিন। সেই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। নিয়মিৎ ব্যবহারে চুলের দূর্গন্ধ, খুশকির সমস্যা ও চুলের রুক্ষতা দূর হবে যাবে।

গোলাপজল
গোলাপজল ব্যবহার করলেও চুল থাকবে সুরভিত ও সুন্দর। গোসলের পরে মগের পানিতে গোলাপজল মিশিয়ে নিন। এরপর সেই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। তাহলে চুলে বহুক্ষণ থাকবে গোলাপজলের সৌরভ।

বেলিফুলের নির্যাস
চুলকে সুরভিত করতে তাজা বেলিফুল থেকে নির্যাস বের করে ব্যবহার করতে পারেন। অথবা খাঁটি বেলিফুলের তেলও ব্যবহার করতে পারেন চুলকে সুরভিত করার জন্য।

সুরভিত ধোয়া
প্রাচীনকালে চুল শুকাতে ব্যবহার করা হতো সুরভিত ধোঁয়া। বিশেষ করে ধূপের ধোঁয়া ব্যবহার করে চুল শুকানোর প্রচলন ছিলো অনেক বেশি। এতে চুল সুরভিত থাকতো বহুক্ষণ।

চা পাতা
নিয়মিত চা পাতার লিকার দিয়ে চুল ধুয়ে নিলেও চুল থাকে সুরভিত ও সুন্দর। গোসলের পরে ঠান্ডা চায়ের লিকার দিয়ে চুল ধুয়ে নিন প্রতিদিন। এটা প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করবে এবং চুল হবে সুরভিত ও উজ্জ্বল।

মেহেদী
প্রাচীনকাল থেকেই চুল রাঙাতে এবং চুলের যত্নে মেহেদীর ব্যবহার হয়ে আসছে। চুলের যত্নে মেহেদীর তুলনা নেই। সেই সঙ্গে চুলকে সুরভিত রাখতেও মেহেদী কার্যকরী। তাই চুলকে প্রাকৃতিক ভাবেই সুরভিত রাখতে চাইলে মাঝে মাঝেই মেহেদী ব্যবহার করতে পারেন।
Title: Re: প্রাকৃতিক উপায়ে চুল সুরভিত
Post by: fatema nusrat chowdhury on August 14, 2014, 01:45:18 PM
Very informative post. Thank you for sharing
Title: Re: প্রাকৃতিক উপায়ে চুল সুরভিত
Post by: Rozina Akter on September 04, 2014, 06:23:21 PM
thank you :)
Title: Re: প্রাকৃতিক উপায়ে চুল সুরভিত
Post by: Nujhat Anjum on September 07, 2014, 11:45:21 AM
Nice post.Thank you.